জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক রোবটের মানবিক গুণাবলী অর্জনের লক্ষ্যে তাদের গবেষণার মাধ্যমে একধরনের বিশেষায়িত রাবার তৈরি করতে সক্ষম হয়েছে। যার মাধ্যমে তারা আশা করছে এই রাবার রোবটের বহিরাবরনে স্থাপনের মাধ্যমে রোবটটিকে অনুভূতি সম্পন্ন রোবটে পরিণত করা সম্ভব হবে। বিশেষায়িত এই রাবারের মধ্য দিয়ে ইলেক্ট্রিসিটি প্রবাহের মাধ্যমে সুক্ষ্মতর সিগনাল তৈরি করা সম্ভব যার মাধ্যমে রোবটটিকে অনুভূতিসম্পন্ন গড়ে তোলার আশা প্রকাশ করছে গবেষকরা। এই বিশেষায়িত রাবারটি তৈরি করা হয়েছে ইলাস্টিক ইন্টিগ্রেটেড সার্কিট (আইসিএস) যেটি বর্তমানে প্রচলিত রাবারের তুলনায় অধিকতর সারফেস সমৃদ্ধ এবং যার মাধ্যমে কোন প্রকার মেকানিক্যাল ডেমেইজ সাধিত হয় না। গবেষণাকারী দলের সদস্য টিওসি সেকি তানি তাদের গবেষণার সফলতা সম্বন্ধে বলেন, ‘আমাদের প্রাত্যহিক জীবনে দিন দিনই রোবটের ব্যবহার বৃদ্ধি পেয়ে চলেছে। ফলে রোবটকে শুধুমাত্র কৃত্রিম ব্যবহারকারী হিসেবে চিহ্নিত না করে এখন সময় এসেছে তাদের মধ্যে বিভিন্ন অনুভূতি সম্পন্ন হিসেবে গড়ে তোলার। কেননা, একটি রোবট যখন কোন শিশুর সাথে খেলা করবে তখন তাকে অবশ্যই শিশুর অনুভূতি অনুযায়ী কাজ করার সক্ষম হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের উদ্ভাবিত এই বিশেষায়িত রাবারটিতে সেন্সরসমৃদ্ধ প্রযুক্তি অন্তর্ভূক্ত করা সম্ভব হবে। যার মাধ্যমে আমরা আশা করছি অচিরেই রোবটের শরীরে এটি স্থাপনের মাধ্যমে মানুষের অনুভূতির কাছাকাছি অনুভূতিসম্পন্ন রোবট তৈরি করা যাবে।’ উল্লেখ্য, এই রাবারটির আরো গবেষণা চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে জাপান ভিত্তিক গবেষণা পরিচালনাকারী দলটি।