ইন্টেল কোর-টু-এর পর এবার আর কোর-থ্রি বাজারে ছাড়ছে না। সম্প্রতি ইন্টেল আগামী প্রজন্মের ডেস্কটপ এবং মোবাইল প্রসেসর ‘কোর আই৭’ অবমুক্তের ঘোষণা দিয়েছে।
২০০৯ সালে আগামী প্রজন্মের যে প্রসেসর ছাড়া হবে তার নাম ‘নেহালেম’ এর স্থলে হবে ‘আই৭’। ইন্টেল প্রসেসর ফ্যামিলির লোগো ইতোমধ্যে প্রকাশ করেছে। গেমারদের জন্য এক্সট্রিম পর্যায়ের সিপিইউগুলোর লোগো নীল এর পরিবর্তে কালো ব্যবহার করবে। ইন্টেল পঞ্চম জেনারেশন সিপিইউ পেন্টিয়াম হওয়ায় (আই৭) ব্যবহারের যৌক্তিকতা রয়েছে কারণ নতুন কোরটি হবে এক্স৮৬ সিপিইউ ফ্যামিলির প্রধান ৭ম। যদি অনেকে মনে করে এটি আকারে বড় হবে, কারণ এতে পূর্বের জেনারেশনের কোর এর পাশাপাশি নেটব্রাস্ট আর্কিটেকচারও থাকবে তাহলে ভুল হবে, কারণ ইন্টেল প্রসেসরের বাহ্যিক আকার কমানোর চেষ্টা চালাচ্ছে। এই বছরের ৪র্থ কোয়ার্টারে ইন্টেল মেইননস্ট্রিম ডেস্কটপ এর জন্য ২টি কোয়াড কোর প্রসেসর বাজারে ছাড়বে। এই প্রসেসরগুলোর কোড নেম আকারে ‘ব্লুমফিল্ড’। এর ক্লকস্প্রিড থাকবে ৩.২ গিগাহার্জ এবং সরাসরি ১৩৩৩ মেগাহার্জ ডিডিআর মেমোরি সাথে সংযুক্ত থাকবে। অন্য প্রসেসরগুলোর স্পীড থাকবে যথাক্রমে ২.৯৩ ও ২.৬৬ গিগাহার্জ এবং ১০৬৬ মোগাহার্জ ডিডিআর৩ মেমোরি সংযুক্ত থাকে। নেহালেম চীপে ইন্টেলের নতুন কুইক পাথ ইন্টার কানেক্ট বাস ব্যবহৃত হয়েছে। এক্সট্রিম সিপিইউ’র ক্ষেত্রে এটি ৬.৪ বিলিয়ন ডাটা ট্রান্সফার করতে পারে প্রতি সেকেন্ডে যেখানে মেইনস্ট্রিম ডেস্কটপ ৪.৮ বিলিয়ন ডাটা ট্রান্সফার করতে পারে প্রতি সেকেন্ডে। ব্লুমফিল্ডের সিপিইউগুলো এলএ১৩৬৬ সকেটের হবে। যাতে এল ও ক্যাশ থাকবে ৮ মেগাবাইটের।