মহাকাশ নিয়ে মানুষের আগ্রহের শুরু সেই প্রাচীনকাল থেকে। তখন রাতের আকাশের তারা দেখে দিক ঠিক করতেন সাত সমুদ্র আর তেরো নদী পাড়ি দেওয়া দুঃসাহসী নাবিকেরা। আকাশের দিকে ঠায় তাকিয়ে থেকে এই গ্রহ-নক্ষত্র দেখার নেশাটা প্রজন্ন থেকে প্রজন্েন বয়ে চলেছে মানুষ। তেমনই কিছু মানুষ ১৯৮৮ সালে এ দেশে একত্র হয়ে গড়ে তোলেন ‘বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন’ নামের একটি সংগঠন। যাঁরা প্রায় দুই যুগ ধরে মহাকাশ বিষয়ে মানুষকে আগ্রহী করে তুলতে ও মহাকাশের অজানা রহস্যের সন্ধান দিতে কাজ করে যাচ্ছেন। তাঁদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কর্মপন্থার খোঁজ মিলবে www.astronomybangla.com ঠিকানার ওয়েবসাইটে।সাইটটির প্রথম পৃষ্ঠায় রয়েছে মহাকাশ বিজ্ঞানের ইতিহাস এবং এ অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত। মহাকাশ উৎসব (স্পেসফেস্ট), অ্যাস্ট্রো অলিম্পিয়াড ও সুর্য উৎসব (সানফেস্ট) সম্পর্কে জানতে ক্লিক করতে হবে প্রথম পাতায় থাকা এসব আয়োজনের সংযুক্তিতে। অ্যাবাউট বাটনে ক্লিক করলে জানা যাবে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের ইতিহাস, কার্যক্রম কারা এর সঙ্গে জড়িত ইত্যাদি।নিয়মিত মাসিক মহাকাশ বার্তার পাশাপাশি এ অ্যাসোসিয়েশনের রয়েছে বেশ কিছু প্রকাশনা। পাবলিকেশন অংশে ক্লিক করে সেসব জানা যাবে। এ ছাড়া এই সংগঠন ভবিষ্যতে কী করতে চায়, এ পর্যন্ত বিভিন্ন অর্জন ইত্যাদি দেখা মিলবে বিভিন্ন পাতায়।গ্রাফিক্সের দিক থেকে তেমন আকর্ষণীয় না হলেও সাইটটিতে তথ্য রয়েছে প্রচুর। কেউ এ সংগঠনের সঙ্গে যুক্ত হতে চাইলে অনলাইনেই এর ব্যবস্থা রয়েছে। নির্ধারিত ফরম পূরণ করে জমা দিয়ে সদস্য হওয়ার আবেদন করতে পারবে। প্রয়োজনে ফোনেও যোগাযোগ করা যাবে তাঁদের সঙ্গে। মহাকাশ সম্পর্কে আগ্রহ থাকলে আজই ঢুঁ মারতে পারেন সাইটিতে এবং কাজ করতে পারেন তাঁদের সঙ্গে কাধে কাধ মিলিয়ে।