কোনো কম্পিউটারের নেটওয়ার্কে যে যন্ত্রাংশ যুক্ত থাকে তাকে নোড নামে অভিহিত করা যায়। উদাহরণস্বরূপ বলা চলে, একটি নেটওয়ার্কে একটি ফাইল সার্ভার, পাঁচটি কম্পিউটার এবং দুটি প্রিন্টার যুক্ত থাকে, তাহলে বলা যায় ওই নেটওয়ার্কে মোট আটটি নোড আছে। নেটওয়ার্কের প্রতিটি যন্ত্রের বা নোডের একটি করে ঠিকানা থাকে। এই ঠিকানার সহায়তায় নেটওয়ার্কে কোন নোড থেকে কী পরিমাণ তথ্য স্থানান্তরিত হয় সেটি জানা যায়।