চালু হওয়ার এক বছরের মধ্যে সামাজিক যোগাযোগের বাংলাদেশি ওয়েবসাইট মাই বাংলা স্পেসের সদস্যসংখ্যা ১৬ হাজারের বেশি গিয়ে দাঁড়িয়েছে। এই সাইটে অডিও-ভিডিও চ্যাট ও অনলাইন রেডিও রয়েছে। এ ছাড়া এতে আছে অনলাইন গেমস খেলার সুবিধা। এ সাইটের ফোরামে মতবিনিময় করা যায়। অনলাইনে থাকা সদস্যদের সঙ্গে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান করার সুবিধাও এতে আছে। এ সাইটে শিগগিরই অনলাইন বাজার ও বাংলা টেলিভিশন চালু করা হবে। সাইটটির ঠিকানা: www.mybanglaspace.com