অ্যাকশন গেমস অনেক দিন টানা খেলার পর যদি একটু একঘেয়েমিতে ভোগেন, তা থেকে মুক্তির সহজ উপায় হচ্ছে, মোটর দৌঁড় মানে রেসিং গেমস। এখানে আপনি ছুটে চলবেন বাধাহীন আর দ্রুত পৌঁছে যাবেন সাফল্যের শিখরে। অনেকে বলেন, রেসিং গেমস বেশির ভাগই এক রকমের। কথাটা যে কত বড় ভুল সেটা প্রমাণিত হবে রেসিং গেমস গ্রিড খেলার পর।প্রতিবছরই গাড়ির মডেল বদলে যাচ্ছে, সেই সঙ্গে বদলাচ্ছে শহরসহ আশপাশের পরিবেশ। ফলে প্রতিটি রেসিং গেমে পাওয়া যাবে আলাদা স্বাদ। খেলার ধরন, ব্যাপ্তি−সবকিছুই দিন দিন বেড়ে চলেছে। এ রকম গেমস হচ্ছে গ্রিড। এখানে আট ধরনের গাড়ি নিয়ে ভিন্ন ভিন্ন মুডে ছুটে চলতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য মুড হচ্ছে কুইক রেস, চ্যাম্পিয়নশিপ, কাউন্টডাউন, লাস্ট ম্যান স্ট্যান্ডিং, চেজ, সাডেন ডেথ প্রভৃতি। গেমসে নাম করা কোম্পানির গাড়ি পাওয়া যাবে। এর মধ্যে ভিডব্লিউ, মিতসুবিশি, ডজ, ফোর্ড উল্লেখযোগ্য। রেসগুলো খেলতে হবে বিশ্বের নামকরা বিভিন্ন শহরের মধ্য দিয়ে। রয়েছে প্যারিস, লন্ডন, রোম, মস্কো ও নিউইয়র্কের মতো সব নামীদামি শহর। রেসে জেতার পুরো ব্যাপারটি নির্ভর করবে আপনার গাড়ি চালানোর ধরন, প্রতিযোগিতার ধরন−সবকিছুর ওপর। গাড়ি এক হলেও আপনার খেলার ধরনের ওপর নির্ভর করবে রেসে এগিয়ে যাওয়া। খেলতে খেলতে সময় বুঝে পরিবর্তিত হবে আবহাওয়া। আর তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আপনাকে। কারণ আবহাওয়া অনুযায়ী রাস্তার নিয়ন্ত্রণ পরিবর্তিত হবে। গেমসের গ্রাফিকস ও পারিপার্শ্বকি শব্দশৈলী খুবই চমৎকার। আপনিও শামিল হতে পারেন এই ছুটে চলায়।

যা যা প্রয়োজন
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ভিসতা, এক্সপি
প্রসেসর: পেন্টিয়াম ফোর ৩.০ গিগাহার্টজ
ভিডিও কার্ড: থ্রিডি গ্রাফিকস এক্সিলারেটর
সিডি-রম ড্রাইভ: ১২ এক্স র‌্যাম: ১ গিগাবাইট
ভিডিও মেমোরি: ২৫৬ মেগাবাইট
ডাইরেক্ট এক্স: ৯.০হার্ডডিস্ক: ১২.৫ গিগাবাইট খালি জায়গা