তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণাকে সত্য প্রমাণিত করে এ বছরের তৃতীয় কোয়ার্টারে সারাবিশ্বে ডেস্কটপ পিসির তুলনায় নোটবুক কম্পিউটার বিক্রির পরিমাণ বেশি হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান আই সাপ্লাই সম্প্রতি তাদের পরিচালিত জরিপে এই তথ্য প্রকাশ করেছে। গত বছরের তুলনায় পোর্টেবল কম্পিউটারের চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নোটবুক বিক্রির পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে মনে করছে তারা। আই সাপ্লাই-এর জরিপে দেখা গেছে, এই বছর সারাবিশ্বে নোটবুক বিক্রির পরিমাণ গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে ৪০ শতাংশ এবং এই বছরে নোটবুক বিক্রি হয়েছে ৩৮.৬ মিলিয়ন। অপরদিকে ডেস্কটপ পিসি’র বিক্রি গত বছরের তুলনায় ১.৩ শতাংশ কমে হয়েছে ৩৮.৫ মিলিয়ন। মূলত সারাবিশ্বে পোর্টেবল কম্পিউটারের চাহিদা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো ডেস্কটপ পিসির তুলনায় নোটবুকের বিক্রি বেশি হয়। নোটবুকের চাহিদা ভবিষ্যতেও বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন গবেষণায় নিয়োজিত গবেষক দিনেশ মুরজানি। আগামী বছরে ডেস্কটপ পিসির তুলনায় নোটবুক বিক্রি বর্তমানের তুলনায় আরো ১৫.২ শতাংশ বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন তিনি। অপরদিকে নোটবুকের চাহিদা বেশি হবার পরিপ্রেক্ষিতে আগামী বছর ডেস্কটপ পিসির বিক্রির পরিমাণ সারাবিশ্বে বর্তমানের তুলনায় ৬.৭ শতাংশ কমে আসবে। ফলে সাম্প্রতিক সময়ে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা যে অনুমান ব্যক্ত করেছিলেন অদূর ভবিষ্যতে ডেস্কটপ পিসির স্থান দখল করবে নোটবুক পিসি, তা এই বছরের তৃতীয় কোয়ার্টারে সারাবিশ্বে নোটবুক বিক্রির পরিমাণ ডেস্কটপ পিসিকে ছাড়িয়ে যাওয়ায় সত্য বলে প্রতীয়মান হয়েছে। এর অন্যতম কারণ হিসেবে মানুষের ব্যস্ততম সময়ে নোটবুকে যেকোন স্থানে ইন্টারনেট সংযোগ ব্যবহারের সুযোগ বৃদ্ধির বিষয়টিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত করা হচ্ছে।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক