উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা কম্পিউটারে এরর রিপোর্টের (ত্রুটির বার্তা) সঙ্গে কমবেশি পরিচিত। যখন আপনার কম্পিউটারে কোনো ছোটখাটো অসংগতি দেখা দেয়, তখনই একটি ‘এরর’ রিপোর্ট এসে হাজির হয় ডেস্কটপে। এতে লেখা থাকে, একটা সমস্যা দেখা দিয়েছে আপনার কম্পিউটারে এবং এ সমস্যার বিবরণসহ একটি রিপোর্ট তৈরি করেছে আপনার অপারেটিং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে। এখন এই এরর রিপোর্টটি আপনি মাইক্রোসফটে পাঠাতে চান কি না? এখানে দুটি অপশন থাকে ‘সেন্ড নাউ’ এবং ‘ডোন্ট সেন্ড’। আপনি যদি এই এরর রিপোর্ট দেখানো বন্ধ করতে চান তবে সে ব্যবস্থা করতে পারেন।মাই কম্পিউটারে ঢুকে মাউসের ডান ক্লিক করে সিস্টেম প্রোপার্টিজে ঢুকে অ্যাডভ্যান্সড ট্যাবে ক্লিক করুন। এবার নতুন বক্সটির একেবারে নিচে ‘Error Reporting’ ট্যাবে ক্লিক করুন। এখন ‘Disable error reporting’ এবং ‘But notify me when critical errors occur’ দুটি বক্স দেখা যাবে। প্রথমটিতে চেকইন করে ‘OK’ করে বের হয়ে আসুন। তাহলেই বন্ধ হবে অনবরত ‘এরর রিপোর্টিং’ দেখানো। তবে কম্পিউটারের নিরাপত্তার স্বার্থে দ্বিতীয় অর্থাৎ ‘But notify me when critical errors occur’ বক্সটিতে চেক ইন করাটাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ, তাহলে এরর রিপোর্টিং বন্ধ থাকলেও বড় ধরনের কোনো এরর দেখা দিলে তা দেখাবে অপারেটিং সিস্টেম।
সৌজন্যে : দৈনিক প্রথম আলো