যুক্তরাষ্ট্রের দুজন গবেষক গাড়ির কম্পিউটারাইজ্ড চাবি উদ্ভাবন করেছেন। এই চাবি গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা ও টেক্সট মেসেজ বা লিখিত বার্তা পাঠানো থেকে চালককে বিরত রাখবে। কিটুসেফড্রাইভিং নামের চাবিটি দ্রুতবেগে ও মাতাল অবস্থায় গাড়ি চালানোসহ চালকের অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ প্রতিহত করবে। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক সুয়েসং ঝোউ ও ড. ওয়ালেস কুরি এই চাবি তৈরি করেছেন। চাবিটি গাড়ির ইগনিশনে প্রবেশ করানোর পর তা এই তারবিহীন সংকেত চালকের মোবাইল ফোনে পাঠাবে। ফলে ওই মোবাইল ফোন থেকে কাউকে ফোন করা বা লিখিত বার্তা পাঠানো যাবে না। শিগগিরই বাজারে আসছে এই চাবি।গাড়ির এই কম্পিউটারাইজ্ড চাবির উদ্ভাবন যুক্তরাষ্ট্রের অভিভাবকদের মনে স্বস্তি এনে দিয়েছে। কেননা, তাঁদের অল্পবয়সী সন্তানদের অনেক চেষ্টা করেও তাঁরা গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত রাখতে পারেননি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য গাড়ি চালানোর সময় তরুণদের মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত রাখতে অনেক আইন প্রণয়ন করেছে। গত অক্টোবর মাসে ফোর্ড মোটর কোম্পানি লিমিটেড ‘মাইকি’ নামের একটি যন্ত্র উদ্ভাবন করেছে। এই যন্ত্রটি সন্তানেরা যখন গাড়ি চালাবে তখন মা-বাবারা তাদের গাড়ির বেগ নিয়ন্ত্রণ করবেন, গাড়ির রেডিওর শব্দ সীমিত রাখবেন এবং সিটবেল্ট বেঁধে দিতে সাহায্য করবেন। ফোর্ড জানায়, ২০১০ সাল নাগাদ এই যন্ত্র বাজারে আসবে।