মার্সেনারিজ শব্দটির অর্থ হচ্ছে ভাড়াটে সৈন্য। আফ্রিকা আর দক্ষিণ আমেরিকার গৃহযুদ্ধ ধ্বংসের দারপ্রান্তে যাওয়া দেশগুলো বুঝে সেখানে মার্সেনারিজ মানে যুদ্ধ আর ধ্বংস। গৃহযুদ্ধে লিপ্ত এসব দেশগুলোতে মার্সেনারিরা আসে টাকার বিনিময়ে বিভিন্ন যুদ্ধরত গ্রুপগুলোর পক্ষে যুদ্ধ করতে। ইএ স্পোর্টস এর রিলিজ দেওয়া মার্সেনারিজ ২ একটি যুদ্ধ বাধানো আর যুদ্ধের ধ্বংসলীলা প্রত্যক্ষ করার গেমস। মাল্টিপ্লেয়ার বা সিঙ্গেল প্লেয়ার; দুই মোডেই গেমসটি খেলা যাবে। আসলে এটি একটি এ্যাকশন এডভেঞ্চার গেমস যার দৃশ্যপটে নিয়ে আসা হয়েছে যুদ্ধ। যুদ্ধক্ষেত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে ল্যাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা। ভেনিজুয়েলাকে অস্থির পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে নিয়ে আসা হয়েছে একদল ভাড়াটে সৈন্য যারা ভেনিজুয়েলার সেনাবাহিনীর বিরুদ্ধে এক সর্বাত্মক যুদ্ধে অংশগ্রহণ করে। সর্বাত্মক যুদ্ধ বলতে বোঝানো হয় স্থলপথে, নৌ-পথে আর আকাশ পথে একযোগে যুদ্ধ। তবে যুদ্ধে আরো অনেক ভয়াবহতা আর নৃসংশতা রয়েছে যার খবর আমরা খবরের কাগজে পাই। ইএ স্পোর্টসকে ধন্যবাদ অনেক ভায়োলেন্সকেই তারা গেমসটির মধ্যে নিয়ে আসেনি। আসলে যুদ্ধের ভয়বহতা আর নৃসংশতা থেকে মানবজাতি মুক্তি পাক এ আমাদের শান্তিকামী মানুষের সকলের কাম্য। আর কম্পিউটার গেমসের গেমস এডিক্টদের বয়সের লেভেলটা কিন্তু আট বছর থেকে তিরিশ বছর পর্যন্ত। অর্থাৎ শিশু, কিশোর আর তরুণ বয়সের মধ্যেই কম্পিউটার গেমসের জনপ্রিয়তা ও ব্যবহারের হার সবচেয়ে বেশি। এ বয়সের সবার থেকে ভায়োলেন্সকে যতদূরে রাখা যায় ততই ভাল; যুদ্ধে কদর্য দিকগুলো এ বয়োসিদের কাছে প্রকাশ না পাওয়াটাই শ্রেয়।
এখন আসুন জেনে নেই কি ধরনের এ্যাকশন রয়েছে গেমসটিতে। হেলিকপ্টার, এন্টি ট্যাস্ক মিসাইল নিয়ে আকাশ পথে ভেনিজুয়েলার সেনাবাহিনীর উপর হামলা চালাতে পারবেন। আপনাকে গেমসটিতে চরিত্র গ্রহণ করতে হবে একজন মার্সেনারি হিসেবে। ভেনিজুয়েলাকে ব্লো আপ করার অনেকগুলো রাস্তা মার্সেনারিজ২’তে খোলা আছে। কখনো বিশালাকার দানব ট্রাক নিয়ে সেনাবাহিনীর জীপগুলোর উপর উঠিয়ে দিয়ে জীপসহ সৈন্যদলকে গুড়িয়ে দিতে পারেন। আর নিউক্লিয়ার বাঙ্কার বাস্টারে অন্তত বিশটি বিমান হালমা চালাতে পারবেন যার সবগুলো হামলাই ব্যাপক ধ্বংলীলা সম্পন্ন করবে। আবার আপনি যদি একজন মার্সেনারি হয়ে স্থলপথে যুদ্ধরত থাকেন তাহলে আপনার সাহায্যের জন্য বিমান হামলার অনুরোধ জানাতে পারবেন সতীর্থদের কাছে। এই অনুরোধ জানাতে পারবেন বিভিন্নভাবে, হয়ত একটি রেডিও মেসেজের মাধ্যমে অথবা টার্গেট এলাকাকে চিহ্নিত করে। একজন বোমারু বিমানের পাইলট সাথে সাথে তার বিমান নিয়ে উপস্থিত হবে তারপর আপনার টার্গেট এলাকাটি নিশ্চিত হয়ে নিখুঁতভাবে বিমান হামলা চালাবে। বিভিন্ন প্রকারের যুদ্ধের মহড়া নেওয়ার জন্য যা যা প্রয়োজন সবই পাবেন গেমসটিতে। চিনুক হেলিকপ্টার, গানশীপ, এফ১৬ যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, মিসাইল, এফ ২৮ রাইফেল সবকিছু।
গেমসটির গ্রাফিক্স ভলই বলা যায়। মিউজিক কম তবে বিস্ফোরনের শব্দগুলো বাস্তব থেকে ভিন্ন। এতে অবশ্য ভালই হয়েছে। ইএ স্পোর্টস চায়নি যুদ্ধের ভয়াবহতাকে কোন আনন্দের মাধ্যম হিসেবে বাস্তবে রূপদান করতে।