প্রযুক্তির উৎকর্ষতায় জাপানে নিত্য-নতুন গবেষণার মাধ্যমে প্রাত্যহিক জীবনযাত্রার উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে বিভিন্ন গবেষণাকারী প্রতিষ্ঠান। সম্প্রতি জাপানের একজন গবেষক তৈরি করেছেন প্যারালাইজড রোগীদের চলনক্ষম করে তোলার উপযোগী বিশেষধরনের রোবট ‘সাইবার ডাইন’। বিশেষ ধরনের এই রোবটের মাধ্যমে যেকোন প্যারালাইজড রোগী তাদের প্রাত্যহিক কর্মকান্ড পূর্বের ন্যায় করতে সক্ষম হবে। এই নতুন তৈরিকৃত ‘সাইবার ডাইন’ রোবটটির বিশেষত্ব হচ্ছে এটি একজন ব্যক্তির প্রয়োজনীয় হাঁটাচলা করতে তার পেশীর নড়াচড়ায় সহায়তা করতে সক্ষম স্বয়ংক্রিয়ভাবে। সম্প্রতি জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়োসসাকি সানকাই তার উদ্ভাবিত নতুন এই ‘সাইবার ডাইন’ রোবটটি সম্বন্ধে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘প্রযুক্তিকে মানুষের কল্যাণে ব্যবহার করার উদ্দেশ্যেই নতুন এই রোবট তৈরি করা হয়েছে। এখন সময় এসেছে এই প্রযুক্তি সারাবিশ্বের অগণিত প্যারালাইজড রোগীদের সেবায় প্রয়োগ করার। আমি আশা করি এই প্রযুক্তি একজন প্যারালাইজড রোগীকে তাদের অফিসে পূর্বের ন্যায় কাজ করার সুযোগ করে দেবে। জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়োসসাকি সানকাই নতুন এই ‘সাইবার ডাইন’ রোবটটির উদ্ভাবক হলেও রোবটটি বাজারজাত করবে জাপানের সানকাইস প্রতিষ্ঠান। ইতোমধ্যে তারা ৫০০টি ব্যাটারী চালিত এই রোবট তৈরির লক্ষ্যে কাজ করে চলেছে। এই রোবটটির ওজন ১১ কিলোগ্রাম (২৪ পাউন্ড) এবং এটি স্বয়ংক্রিয়ভাবে একজন প্যারালাইজড রোগীর পেশীর কার্যক্রম ফিরিয়ে আনতে সক্ষম। এই রোবটটি অদূর ভবিষ্যতে প্যারালাইজড রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহায়তা করতে সক্ষম হবে বলে গবেষকরা মনে করছেন।