জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ‘ইউটিউব’ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। যেসকল ব্যক্তি অনলাইনের মাধ্যমে ম্যাডোনা, ম্যাটালিকা, কিডরকসহ ওয়ার্নার মিউজিকের বিখ্যাত ভিডিওসমূহ দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন তারা ইউটিউবের সাথে ওয়ার্নার প্রতিষ্ঠানের নতুন লাইসেন্সিং কার্যক্রম বাস্তবায়নের প্রতিবন্ধকতার কারণে ওয়ার্নারের জনপ্রিয় ভিডিওসমূহ দেখতে সক্ষম হবে না। এরই ধারাবাহিকতায় ইউটিউব হতে হাজারেরও অধিক নিজেদের তৈরিকৃত ভিডিওসমূহ প্রত্যাহার করে নিয়েছে ওয়ার্নার। সম্প্রতি সারাবিশ্বজুড়ে ভিডিও ইন্ডাস্ট্রি বৃদ্ধির ধারাবাহিকতায় বৃদ্ধি পেয়ে চলেছে ভিডিও শিল্পভিত্তিক বিজ্ঞাপনশিল্পের ব্যবসা। ফলে ওয়ার্নারসহ বিশ্বের জনপ্রিয় অন্যান্য ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান তাদের ভিডিও প্রদর্শনের বিপরীতে লাইসেন্সিংয়ের আওতায় অধিকসংখ্য কনটেন্ট ফি দাবী করে আসছে। এরই ধারাবাহিকতায় ইউটিউব-এর সাথে বেশ কয়েকবার লাইসেন্স এগ্রিমেন্ট বিষয়ে আলোচনায় বসে ওয়ার্নার কোম্পানি। কেননা, ইউটিউবের সেরা ১০-এর তালিকায় সবসময় ছয়টি’ই থাকে মিউজিক ভিডিও। ফলে ইউটিউব পূর্বের তুলনায় ধারাবাহিকভাবে ব্যবসা সফল প্রতিষ্ঠান হিসেবে নিজেকে পরিণত করতে সক্ষম হলেও মিউজিক নির্মাতা প্রতিষ্ঠানসমূহ এক্ষেত্রে স্বল্প কনটেন্ট ফি পেয়ে থাকে। ফলে বিষয়টি গুরুত্বসহকারে অনুধাবনপূর্বক ওয়ার্নারের পক্ষ থেকে ইউটিউবের সাথে নতুন লাইসেন্সিং গাইডলাইন তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু ইউটিউবের সাথে ওয়ার্নারের ফলপ্রসু আলোচনা অনুষ্ঠিত না হওয়ার পরিপ্রেক্ষিতে ইউটিউব হতে তাদের সকল মিউজিক ভিডিও প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ওয়ার্নার মিউজিক।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক