প্রযুক্তিকে মানুষের কল্যাণে অধিকতর সম্পৃক্ত করতে সকলেই তাদের পণ্যসমূহে নিত্য-নতুন প্রযুক্তি সংযোজন করে চলেছে অধিকতর ব্যবসা সফলতা অর্জনের লক্ষ্যে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে বাজারে আসা অ্যাপলের আইফোনে সংযোজন করা হয়েছে জনপ্রিয় বইসমূহের কনটেন্ট। সম্প্রতি আইফোন ব্যবহারকারীদের অধিকতর সুবিধা প্রদানের লক্ষ্যে ‘আইফুড অ্যাসিসটেন্ট ডাউনলোডেবল এপ্লিকেশন’ চালু করা হয়েছে যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা তাদের আইফোনে ক্রিস্টোফার পাউলিনের ‘ব্রিসিংগর’, ফিলিপ পলম্যানের ‘হিজ ডার্ক ম্যাটেরিয়ালস’, পিটার ম্যাথিসনের ‘শেডো কান্ট্রি’সহ এক ডজনেরও বেশি জনপ্রিয় বইসমূহ পড়তে সক্ষম হবে। একই সাথে জনপ্রিয় রান্নার বিভিন্ন পদ্ধতি সম্পর্কিত বইসমূহ সহজলভ্য হবে অ্যাপলের আইফোনে। এই সকল কনটেন্টসমূহ আইফোনে এবং আইপড-এ সহজলভ্য হবার বিষয়ে প্রকাশক প্রতিষ্ঠান রেনডম হাউজের ডিজিটাল বুক বিভাগের ভাইস প্রেসিডেন্ট ম্যাটশাটজ বলেন, ‘আমরা খুবই আনন্দিত কেননা, এই উদ্যোগ গ্রহণের মাধ্যমে জনপ্রিয় এবং চাহিদাসম্পন্ন বইসমূহের কনটেন্ট আইফোন ব্যবহারকারীদের নিকট প্রদান করতে পেরে। আমাদের হাজারেরও বেশি বইয়ের ডিজিটাল ক্যাটালগ রয়েছে এবং আমরা আশা করি ‘ই-সেলস’ কার্যক্রমের আওতায় আমরা আমাদের কনটেন্ট বিক্রয় কার্যক্রম তিনগুণ বাড়াতে সক্ষম হবো। আইফোনে অধিকসংখ্যক ই-বুক সমূহ সহজলভ্য করার লক্ষ্যে ইতোমধ্যে সিমন এন্ড স্কুস্টার এবং হারপার কলিনসহ অনেক বিখ্যাত ই-বুক পাবলিশার আগ্রহ প্রকাশ করেছে। আশা করা যাচ্ছে আইফোনে সংযোজনকৃত এই নতুন প্রযুক্তি অচিরেই আরো বিস্তৃতি লাভ করার মাধ্যমে আইফোন গ্রাহকদের বৃহত্তর সুবিধা প্রদান করতে সক্ষম হবে।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক