পিসিআই শব্দটি এসেছে পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেকটেড নামক শব্দগুচ্ছ থেকে। এই হার্ডওয়্যার বাসটি ডিজাইন করে ইন্টেল এবং অনেক আগে থেকেই ব্যবহূত হতে থাকে পিসি এবং ম্যাক কম্পিউটারে। বেশির ভাগ অ্যাড-অন কার্ড যেমন এসসিএসআই, ফায়ারওয়্যার এবং ইউএসবি কন্ট্রোলার পিসিআই সংযোগ ব্যবহার করে। বেশ কিছু গ্রাফিক্স কার্ড আগে পিসিআই সংযোগ ব্যবহার করত। কিন্তু বর্তমানে বেশির ভাগ গ্রাফিক্স কার্ড পিসিআইয়ের পরিবর্তে এজিপি স্লট ব্যবহার করে।