বেতার তরঙ্গের কম্পাঙ্ক হাসপাতালের জীবন রক্ষাকারী যন্ত্র বন্ধ করে দিতে পারে বলে একদল ওলন্দাজ বিজ্ঞানী দাবি করেছেন। রোগী ও যন্ত্রের খোঁজ রাখতে হাসপাতালে এ ধরনের রেডিও তরঙ্গ নির্ভর যন্ত্র ব্যবহার করা হয়। স্বাস্থ্যসেবায় বেতার কম্পাঙ্কনির্ভর পরিচয়পত্রের (আরএফআইডি) ব্যবহার দিন দিন বাড়ছে। রোগীদের শনাক্ত করতে বা গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির অবস্থান খুঁজে বের করতে আরএফআইডি ব্যবহার করা হয়। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নাল এক গবেষণায় দেখেছে, এগুলো হাসপাতালের অন্যান্য যন্ত্রের কাজ ব্যাহত করে।কর্মক্ষেত্রে দুই ধরনের আরএফআইডি ব্যবহূত হয়। এগুলোর একটি তথ্য আদান-প্রদান করে; অন্যটি সুপ্ত অবস্থায় থাকে। আরএফআইডি আকারে ছোট এবং দামে সস্তা। তাই লন্ডনে বাসের টিকিট থেকে শুরু করে দোকানে চুরি ঠেকাতেও এ প্রযুক্তি ব্যবহূত হচ্ছে। হাসপাতালেও এর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। যেমন−বার্মিংহামের হিটল্যান্ড হাসপাতালে অস্ত্রোপচার কক্ষে নেওয়া রোগীদের কবজিতে আরএফআইডি ব্যান্ড পরানো হয়, যাতে অজ্ঞান করা অবস্থায় প্রয়োজনে পিডিএতে তার পূর্ণ পরিচয়, ছবি ও অন্যান্য চিকিৎসা তথ্য সংগ্রহ করা যায়। সাম্প্রতিক এক গবেষণায় নেদারল্যান্ডসের গবেষকেরা ভেন্টিলেটর, সিরিঞ্জ পাম্প, ডায়ালাইসিস যন্ত্র ও পেসমেকারের মতো ৪১টি চিকিৎসাযন্ত্রের কাছাকাছি আনেন দুই ধরনের আরএফআইডি। প্রতিটি যন্ত্র তিনবার করে মোট ১২৩ বার পরীক্ষা করা হয়। এ ক্ষেত্রে ৩৪টি ক্ষেত্রে দেখা গেছে, যন্ত্রগুলোর ওপর আরএফআইডি প্রভাব ফেলে। এর মধ্যে ২৪টি ঘটনাকে ‘উল্লেখযোগ্য’ বা ‘বিপজ্জনক’ বলে আখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা।কিছু পরীক্ষায় দেখা গেছে, আরএফআইডি যান্ত্রিক ভেন্টিলেটর বন্ধ করে দিচ্ছে বা এর কোনো মান বদলে ফেলছে। এক পরীক্ষায় দেখা গেছে, আরএফআইডি একটি সিরিঞ্জ পাম্পের কাজ পুরোপুরি বন্ধ করে দিয়েছে, বাহ্যিক পেসমেকারের কাজে বিঘ্ন সৃষ্টি করেছে এবং ডায়ালাইসিস যন্ত্র বন্ধ করে দিয়েছে। এ সময় যন্ত্রগুলো থেকে আরএফআইডিগুলো ১০ ইঞ্চি দুরে ছিল।তবে আরএফআইডি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এ গবেষণাকে উড়িয়ে দিয়েছে। হাসপাতালে বিভিন্ন তথ্যপ্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান এনএইচএস কানেক্টিং ফর হেলথের এক মুখপাত্র বলেন, আরএফআইডি রোগীর নিরাপত্তায় বিশেষ ভুমিকা রাখে। এ ধরনের কোনো পণ্যের ক্ষেত্রে উচ্চ মানদন্ড থাকে। আরএফআইডি তাই হাসপাতাল যন্ত্রের ওপর প্রভাব রাখতেই পারে না। এদিকে মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সির এক মুখপাত্র জানান, মোবাইল ফোনের মতো আরএফআইডির ঝুঁকির মাত্রা বের করার জন্য একটি স্বতন্ত্র ট্রাস্ট গঠন করতে হবে।