১৯৫৫: ২৮ অক্টোবর ওয়াশিংটনের সিয়াটলে জন্ন।
১৯৭৩: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান পড়ার জন্য নির্বাচিত হন। কিন্তু তিন বছরের মাথায় ঝরে যান।
১৯৭৫: ৪ এপ্রিল নিউ মেক্সিকোর আলবাকারেকে পল অ্যালেনকে সঙ্গে নিয়ে বিল গেটস প্রতিষ্ঠা করেন মাইক্রো-সফট।
১৯৭৫-২০০০: বিল গেটস মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৭৯: মাইক্রোসফট প্রতিষ্ঠানটিকে আলবাকারেক থেকে প্রথমে বেলভিউ এবং পরে ওয়াশিংটনের রেডমন্ডে সরিয়ে নেওয়া হয়।
১৯৯৮: মার্কিন যুক্তরাষ্ট্র বনাম মাইক্রোসফটের মধ্যে অ্যান্টি ট্রাস্ট মামলা শুরু।
১৯৯৯: বিল গেটসের সম্পদ ১০০ বিলিয়ন ডলারের সীমায় ওঠে।
২০০০: বিল ও তাঁর স্ত্রী মিলে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন নামে দাতব্য সংস্থা চালু করেন। বিশ্বব্যাপী স্বাস্থ্য ও শিক্ষাসংশ্লিষ্ট কর্মকান্ডে সহায়তা করে সংস্থাটি।
২০০০-২০০৬: বিল গেটস মাইক্রোসফটের প্রধান সফটওয়্যার স্থপতি পদবি ধারণ করেন এবং স্টিভ বালমোর হন মাইক্রোসফটের প্রধান নির্বাহী।
২০০৪: ইউরোপীয় ইউনিয়ন কমিশন মাইক্রোসফটকে ৪৯৭ মিলিয়ন ইউরো জরিমানা করে এবং নিজস্ব মিডিয়া প্লেয়ার বাদে একটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সংস্করণ প্রকাশে বাধ্য করে।
২০০৬: অ্যান্টি কম্পিটিশনের শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে মাইক্রোসফট ইউরোপীয় ইউনিয়নের দেওয়া ২০০৪ সালের রুলিংয়ের বিরুদ্ধে আপিল করে।২০০৬: জুন মাসে বিল গেটস ঘোষণা দেন, তিনি মাইক্রোসফটের প্রতিদিনের কার্যক্রম থেকে সরে দাঁড়াবেন।
২০০৮: তিনি মাইক্রোসফটের চেয়ারম্যান থাকবেন, কিন্তু তাঁর মূল লক্ষ্য থাকবে গেটস ফাউন্ডেশনের কার্যক্রমের ওপর।