হ্যাকিং ঠেকাতে কম্পিউটার জায়ান্টরা নানামুখী উদ্যোগ গ্রহণ করলেও আশঙ্কাজনক হারে বাড়ছে হ্যাকারদের দৌরাত্ম্য। অনলাইন বিশ্ব এখন আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে, হ্যাকাররা প্রতি ৩৯ সেকেন্ডে একবার কম্পিউটারকে আক্রমণ করছে। আর এর অধিকাংশই ঘটছে ব্যবহারকারীর পাসওয়ার্ড ভাঙার মাধ্যমে। এ হ্যাকিং থেকে বাঁচতে বিশেষজ্ঞরা ব্যবহারকারীর জন্ম তারিখ, সংযোজিত শব্দ ও গাণিতিক সংখ্যা সম্বলিত পাসওয়ার্ড না ব্যবহারের পরামর্শ দিয়েছেন। এ প্রসঙ্গে গবেষক মিশেল কুকিয়ার জানান, যেসব কম্পিউটার হ্যাকারদের আওতায় ছিল, সেগুলো তারা প্রতিদিন প্রায় ২ হাজার ২৪৪ বার পরীক্ষা করেছেন। যে কম্পিউটারগুলো গ্লোবাল কম্পিউটার ট্রাফিক দেখাশোনা করে সেগুলোতেও এখন হ্যাকাররা আক্রমণ করে বসেছে। তাই কী করে হ্যাকাররা কম্পিউটারের কোড ভাঙে, তা দেখার জন্য কুকিয়ারের টিম এক সপ্তাহ ধরে চারটি লিনাক্স কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করে রাখে এবং হ্যাকারদের আক্রমণের অপেক্ষা করতে থাকে। তবে হ্যাকাররা এ ধরনের নির্দিষ্ট কোনো কম্পিউটারকে সহজে অ্যাটাক করে না। এ ধরনের হ্যাকিংয়ের জন্য হ্যাকাররা ‘ডিকশনারি স্ক্রিপ্ট’ নামে একটি সফটওয়্যারের ব্যবহার করে।

সৌজন্যে : দৈনিক নয়া দিগন্ত