এটি একটি স্ট্র্র্যাটেজিক গেম। টাইবেরিয়াম ওয়ার টাইবেরিয়ান সিরিজের সরাসরি সিক্যুয়েল এটি। গেমের বৈশিষ্ট্য হচ্ছে এখানে দু’টি জাতি থাকবে। একটি হলো গ্লোবাল ডিফেন্স ইনশিয়েটিভ [জিডিআই] এবং অন্যটি ব্রাদারহুড অব নড। টাইবেরিয়াম ওয়ার গেমটির পটভূমি নেয়া হয়েছে ২০৪৭ সাল। কাহিনীর শুরু হয় সেই দুই পুরনো জাতি জিডিআই ও নডদের দ্বন্দ্বের মাধ্যমে। দ্বন্দ্বের সূত্রপাত এই দুই জাতির জাতিগত বিভেদ নিয়ে নয়। দ্বন্দ্ব শুরু হয় উদ্বিগ্ন এই জাতির পৃথিবীর পরিবেশ ও ইকোসিস্টেম নিয়ে। প্রযুক্তির উৎকর্ষ ও মানুষের পরিবেশ অবাব প্রযুক্তি ব্যবহারের কল্যাণে পরিবেশ দূষণ এতটাই মারাত্মক হয় যে, প্রায় বসবাসের অনুপযোগী হয়ে ওঠে পৃথিবী। পৃথিবী পৃষ্ঠের ৩০ শতাংশ জায়গা চিহ্নিত করা হয় লাল এলাকায় বা দূষিত এলাকা হিসেবে, যা মানুষ বা কোনো কার্বনভিত্তিক জীবনের জন্য পুরোপুরি অনুপযোগী হিসেবে। ৫০ শতাংশ জায়গা চিহ্নিত করা হয় হলুদ এলাকা, যা সংখ্যাগরিষ্ঠ মানুষের যুদ্ধবিধ্বস্ত নডদের এলাকার মধ্যে পড়ে। আর বাকি ২০ শতাংশ এলাকা হচ্ছে জিডিআইদের দখলে। এই নীল এলাকা হচ্ছে মানুষের সর্বশেষ আশা, যা পুরোপুরি দূষণমুক্ত এবং এটাই হতে পারে মানুষের টিকে থাকার জন্য শেষ অঞ্চল। আবারো যুদ্ধ হয় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এবং সর্বোপরি মানুষ প্রায় বিপন্ন হচ্ছে গেমের মূল পটভূমি। ২০৪৭ সালের মার্চ মাসে নডরা ফিলাডেলফিয়ায় অবস্খিত জিডিআইদের কমান্ড স্টেশন অভিমুখে একটি নিউক্লিয়ার মিসাইল ছোড়ে। এই নিউক্লিয়ার মিসাইলের ফলে জিডিআইদের সিনিয়র কমান্ড স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়। এতে করে তারা নডদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দ্বিতীয় টাইবেরিয়াম ওয়ারের পর থেকে নডরা গোপনে শক্তি সঞ্চয় করতে থাকে এবং সে সাথে দক্ষ মিলিটারি গঠন করতে থাকে। তারা মনে করে গ্লোবাল ডিফেন্স ইনিশিয়েটিভ জিডিআই কখনোই সুপার পাওয়ারের রেসে টিকে থাকবে না। কিন্তু নডদের এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করার আগেই তারা মুখোমুখি হয় বিভিন্ন গ্লোবাল ইস্যুর। এভাবেই এগিয়ে যেতে থাকে গেমের কাহিনী। মনে হবে নড বা জিডিআই নয়, আপনি নিজেই পরিচালনা করছেন পুরো এক দেশের প্রতিনিধি হয়ে যে লড়ছে পুরো বিশ্বের একক কর্তৃত্ব প্রতিষ্ঠায়। গেমের ভিডিও মুগ্ধকর। এই গেমের ভিডিও কোয়ালিটি আপনাকে মুগ্ধ করবে নি:সন্দেহে। এটি পুরোপুরি থ্রিডি গেম এবং এর সাথে যুক্ত করা হয়েছে রিয়েল মুভি। বিয়েল টাইম স্ট্র্যাটেজিক গেম যারা পছন্দ করেন, তাদের জন্য আকর্ষণীয় গেম হচ্ছে এই টাইবেরিয়াম ওয়ার।
প্রয়োজনীয় হার্ডওয়্যার
প্রসেসর : ২ গি. হা.,
র্যাম ৫১২ মে. বা., ফিন্স স্পেস: ৬ গি.বা.,
গ্রাফিক্স কার্ড : জিফোর্স ৬১০০ বা রেডিয়ন ৯৫০০ বা এর চেয়ে বেশি।
সৌজন্যে : দৈনিক নয়া দিগন্ত



