যুক্তরাষ্ট্রের একদল গবেষক সম্প্রতি তাদের গবেষণায় প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে সারা বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও গেমস সমূহের বিষয়ে তাদের প্রতিবেদনে মতামত প্রদান করে যে, ভিডিও গেম খেলা একজন গেমপ্রিয় ব্যক্তির ক্ষতির কারণ হয়ে দেখা দেয় না। যদিও মনোবিজ্ঞানীদের ধারণা ভিডিও গেমসমূহ খেলার সময় এবং কনটেন্টসমূহ এই ক্ষেত্রে সত্যিকার ভূমিকা রেখে থাকে। বিশেষত যেসকল ভিডিও গেম-এ ক্ষতিকারক বিষয়াদি অন্তর্ভূক্ত নয় এবং যা সামাজিকতা বিনষ্টের কারণ হিসেবে বিবেচিত হয় না সে সকল গেমসমূহ খেলার মাধ্যমে একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাইকোলজিক্যাল এসোসিয়েশন এর বার্ষিক সভাতে বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও গেমসমূহের উপর পর্যালোচনা পূর্বক যে প্রতিবেদন প্রকাশিত হয় তাতে দেখা গেছে যে, ভিডিও গেম বেশিরভাগ ক্ষেত্রেই একজন গেমপ্রিয় মানুষকে মানসিক আনন্দ প্রদান করে থাকে। যা একজন ব্যক্তির জীবনে সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যক্তি বিশেষ ভিডিও গেমের পেছনে অধিক সময় ব্যয় করে থাকে যা তাদের ব্যক্তি জীবনে ক্ষতির কারণ হয়ে দেখা দেয়। সেই সাথে কিছু কিছু ভিডিও গেমে ক্ষতিকারক কনটেন্ট সংযুক্ত থাকায় সেগুলো একজন ব্যক্তির মানসিক এবং শারীরিক ক্ষতি সাধন করে থাকে। সুতরাং ভিডিও গেমসমূহের খেলার পূর্বে তা একজন গেমপ্রিয় ব্যক্তিকে নিশ্চিত হতে হবে তা সঠিক কনটেন্টসমৃদ্ধ কিনা? সেই সাথে যেকোন গেম খেলার পূর্বেই তা একজন ব্যক্তির মূল্যবান সময় অপচয় করছে কিনা তা বিবেচনার উপর গুরুত্ব আরোপ প্রদান করা হয় এই প্রতিবেদনে। মূলত একজন গেমপ্রিয় ব্যক্তির উপর নির্ভর করে ভিডিও গেমসমূহের উপকারিতা এবং অপকারিতার বিষয়টি।