রোবটের আধুনিকায়নে বিশ্বজুড়ে প্রতিনিয়ত সংযোজন করা হচ্ছে নিত্যনতুন প্রযুক্তি। এরই ধারাবাহিকতায় ফ্রান্সের ইউনিভার্সিটি অফ রিডিং এর গবেষকরা সম্প্রতি প্রথমবারের মতো রোবটের মধ্যে বায়োলজিক্যাল ব্রেইন সংযোজনের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতে সাফল্যের মুখ দেখেছে। মূলত ব্রেইন টিস্যু স্থাপনের মাধ্যমে ‘গর্ডন’ নামক এই রোবটটিকে বায়োলজিক্যাল ব্রেইনের মাধ্যমে নিজ সিদ্ধান্ত গ্রহনের সক্ষম করে গড়ে তোলা হয়েছে। এই ক্ষেত্রে বিজ্ঞানীরা ব্যবহার করেছেন ইঁদুরের নিউরন। সেই সাথে এই বায়োলজিক্যাল ব্রেইন টিস্যুসমূহ রোবটে ব্যবহারের লক্ষ্যে তৈরি করা হয়েছে নিউরন সক্ষম মেশিন। এর মাধ্যমে সত্যিকার অর্থে ব্রেইন টিস্যু আদলে রোবটটিকে তৈরি করা হয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সক্ষমরূপে। গবেষণাকারী দলের প্রধান কেবি ওয়ার উইক জানান, ‘আমাদের এই গবেষণার মাধ্যমে আমরা উদ্ভাবন করতে চেয়েছি বায়োলজিক্যাল ব্রেইন কৃত্রিম রোবটকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম কিনা? ফলে আমরা সচেষ্ট হয়েছি ব্রেইন টিস্যু রোবটের মধ্যে স্থাপনের মাধ্যমে ৫০ হাজার-১ লাখ নিউরন সমূহকে রোবটের মস্তিষ্করূপে কর্মক্ষম করার। ফলে এটি বায়োলজিক্যাল বেইন সমৃদ্ধ হওয়ায় এটি ব্লু-টুথ রেডিও লিংকের মাধ্যমে রোবটের বডিকে নিয়ন্ত্রণ করার সক্ষমতা অর্জন করবে ভবিষ্যতে। এই ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা ইঁদুরের ব্রেইন হতে টিস্যু গ্রহণ করেছি। পরবর্তীতে আমাদের গবেষণায় আমরা মানুষের ব্রেইনের টিস্যু সংযোজনের মাধ্যমে সত্যিকার অর্থে বুদ্ধিমত্তাসমৃদ্ধ রোবট তৈরির গবেষণায় সফলতা অর্জন করবো বলে আশা করি।’ উল্লেখ্য, সারা বিশ্বজুড়ে রোবটের আধুনিকায়ন এবং একে মানুষের প্রাত্যহিক কাজে সহায়তা করণের লক্ষ্যে বুদ্ধিমত্তা সম্বলিত রোবট গবেষণায় গবেষকরা নিয়োজিত রয়েছে। এই ‘গর্ডন’ রোবটটিতে ইঁদুরের ব্রেইনের টিস্যু সংযোজন করা হয়েছে, যা ১০ মিলিয়ন নিউরনের সমন্বয়ে তৈরি। পরবর্তীতে গবেষণায় সাফল্য অর্জন সম্ভব হলে মানুষের ব্রেইনের টিস্যু সংযোজনের যে পরিকল্পনা রয়েছে তা হবে একশ বিলিয়ন নিউরনের সমন্বয়। ফলে গবেষণায় সাফল্য লাভের মাধ্যমে বুদিদ্ধমত্তা সম্বলিত রোবট নির্মাণের পথে এগিয়ে চলেছে গবেষকরা।



