অতি সম্প্রতি বড় ধরনের তথ্য চুরির শিকার হয়েছে তাইওয়ান। হ্যাকাররা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ৫০ মিলিয়ন রেকর্ড চুরি করার মাধ্যমে তা বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ অর্জন করেছে। হ্যাকারদের আক্রমণের কথা স্বীকার করে তাইওয়ানের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ব্যুরো জানিয়েছে যে, হ্যাকাররা তাইওয়ানের সরকারি বিভিন্ন দপ্তর হতে শুরু করে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ টেলিকম প্রতিষ্ঠান এবং টেলিভিশন শপিং নেটওয়ার্ক-এর বিভিন্ন তথ্যাদি চুরি করেছে। হ্যাকারদের আক্রমণের কারণে তাইওয়ানের প্রেসিডেন্ট-এর তথ্যসমূহ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের তথ্য চুরি হয়ে যায়। এরই ধারাবাহিকতায় সেই দেশের পুলিশ ছয়জন সন্দেহভাজন হ্যাকারকে গ্রেফতার করে তাদের তদন্ত অব্যাহত রেখেছে। তাইওয়ানের পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ের বৃহত্তম এই হ্যাকার আক্রমণের ঘটনায় সেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য চুরি হওয়ায় ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। হ্যাকাররা এই ৫০ মিলিয়ন রেকর্ড সমূহ চুরি করার পরবর্তী পর্যায়ে এই সকল রেকর্ড বিক্রির উদ্দেশ্যে ৩০০ তাইওয়ানি ডলার (১০ ইউএস ডলার) মূল্যের বিনিময়ে বিক্রি করে। ফলে সম্প্রতিক সময়ের এই ব্যাপক তথ্য চুরির ঘটনার মাধ্যমে হ্যাকাররা অতি অল্প সময়ে বিপুল পরিমাণ অর্থের মালিক বনে যায়। সারা বিশ্বজুড়েই অনলাইনের মাধ্যমে তথ্য চুরি করার ঘটনা ঘটে থাকলেও তাইওয়ানে হ্যাকারদের সাম্প্রতিক সময়ের তথ্য চুরির ঘটনাকে বেশ গুরুত্বের সাথে দেখছে তাইওয়ানি কর্তৃপক্ষ। তাইওয়ানের এই তথ্য চুরির ঘটনায় পুলিশ গুরুত্বের সাথে তদন্ত অব্যাহত রেখেছে এবং তথ্য চুরির ঘটনায় দোষী প্রমাণিত হলে একেকজন হ্যাকারের পাঁচ বছর সাজা ভোগ করতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য চুরির মাধ্যমে হ্যাকাররা চুরিকৃত তথ্য অনলাইনে বিক্রির মাধ্যমে কয়েক মিলিয়ন তাইওয়ানি ডলার আয় করতে সক্ষম হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়। তবে ভবিষ্যতে যেন হ্যাকাররা তথ্য চুরি না করতে সক্ষম না হয় সে বিষয়ে কর্তৃপক্ষ কাজ করে চলেছে।