বাংলা ভাষায় এই প্রথম সম্পূর্ণ ইউনিকোড ভিত্তিক ব্লগিং সাইট www.techtunes.com.bd সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষী প্রযুক্তি প্রেমীদের এক মিলন মেলায় পরিণত হয়েছে টেকটিউনস। বাংলা ভাষায় সম্পূর্ণ ইউনিকোড ভিত্তিক ব্লগিং সাইটটি উন্নত ইন্টারফেস সমৃদ্ধ এবং ইউনিকোড ভিত্তিক ব্লগিং এর যাবতীয় সুবিধা পাওয়া যায়। প্রযুক্তি বিষয়ক প্রতিবেদন, মোবাইল কোম্পানিগুলোর খবর,মহাকাশ বিজ্ঞানের খবরাখবর, পদার্থ বিজ্ঞানের আইটেম, প্রোডাক্ট রিভিউ, ওয়েব ডেভলপমেন্ট, ওপেন সোর্স, মোবাইল প্রযুক্তি, অ্যানিমেশন, ডাউনলোড, ট্রিপস এন্ড ট্রিকস, বেঞ্চমার্ক ও প্রযুক্তি বিষয়ক বিতর্ক ইত্যাদির মত বহু বিভাগে প্রতি মুহূর্তেই লেখা জমা হচ্ছে বিশ্বের বিভিন্ন স্থান থেকে। প্রযুক্তি মনস্ক যে কেউ প্রযুক্তি বিষয়ে লিখতে পারেন এ ব্লগে। এমনকি লেখা পোস্ট করার সাথে সাথেই তা সরাসরি ওয়েব সাইটে দেখতে পারছেন এর ভিজিটররা। টেকটিউনসে প্রযুক্তি ব্লগারদের বলা হয় টেকটিউনার। ইন্টারনেটে যেকোন ব্রাউজারে যেমন ইন্টারনেট এক্সপ্লোরার,অপেরা ইত্যাদিতে চমৎকার ভাবে সাইটটি ব্রাউজ করা যাবে। কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী প্রযুক্তি বিষয়ক সাধারণ খবরাখবরের পাশাপাশি, প্রযুক্তি বিষয়ে এক্সক্লুসিভ রিপোর্টিং সহ ভিডিও রিপোর্টিং এর দিকে তারা নজর দিচ্ছেন বলে জানান। আসলে এতসব আয়োজনের মাধ্যমে টেকটিউনস চায় বাংলা ভাষাভাষী মানুষের কাছে আরো সাবলীল ভাবে প্রযুক্তিকে তুলে ধরতে। টেকটিউনস কর্তৃপক্ষের প্রত্যাশা তাদের এ যাত্রায় সংশ্লিষ্ট সবাই অংশগ্রহণ করবেন।



