কম্পিউটার ব্যবহার করার মাধ্যমে সাধারণ মানুষের ন্যায় জীবনধারায় বৈচিত্র্য আনার সুযোগ পাচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিরা। সম্প্রতি গবেষকরা নতুন প্রযুক্তির আবিষ্কার করেছে যার মাধ্যমে জিহ্বার নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালনা করা সম্ভব হবে কম্পিউটারসহ ইলেকট্রনিক্স যন্ত্রাদি। জর্জিয়া’র টেক-এর গবেষকরা সম্প্রতি এই পদ্ধতি উন্নয়ন সাধনের মাধ্যমে প্রাথমিক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। বিজ্ঞানীদের গবেষণায় প্রাপ্ত তথ্যে দেখানো হয় নতুন এই প্রযুক্তি মূলত ম্যাগনেটিক পদ্ধতিতে পরিচালিত হবে যা নিয়ন্ত্রণ করবে একজন প্রতিবন্ধীর জিহ্বা। মূলত এই প্রযুক্তিতে জিহ্বার সাহায্যে কম্পিউটার ব্যবহার করার পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তি তার জিহ্বার মাধ্যমে স্বয়ংক্রিয় হুইল চেয়ার নিয়ন্ত্রণের পাশাপাশি এই প্রযুক্তি সাপোর্টেড অন্যান্য গৃহস্থালী ইলেকট্রনিক্স পণ্যদি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। জর্জিয়া’র টেক-এর গবেষক যিনি এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন মাইসাম গোভালো জানান, ‘নতুন এই প্রযুক্তির মাধ্যমে একজন প্রতিবন্ধী ব্যক্তি তার প্রতিদিনের চাহিদার উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে জিহ্বার মাধ্যমে।’ এই প্রযুক্তি জিহ্বার ড্রাইভ সিস্টেম সম্বলিত হওয়ায় এখানে জিহ্বাকে মূলত জয়স্টিকের ন্যায় কাজের উপযোগী করে ব্যবহার করা হবে। ফলে এখানে একজন প্রতিবন্ধী ব্যক্তির দাঁতকে ব্যবহার করা হবে কীবোর্ড হিসেবে। যেখানে জিহ্বার মাধ্যমে কীবোর্ড এর মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ফলে জিহ্বার সংকেতের মাধ্যমে একজন প্রতিবন্ধী কম্পিউটারসহ তার নিত্য ব্যবহার্য ইলেকট্রনিক্স পণ্যাদি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। ‘গ্রো টেসকিউ’ নামক এই প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি স্বল্প পরিসরে যে পরীক্ষা করা হয়েছে তা বিশ্বের বিভিন্ন বিজ্ঞানীদের আশাবাদী করে তুলেছে প্রতিবন্ধীদের সেবায় কম্পিউটার ব্যবহারের প্রযুক্তির বিকাশ ঘটাতে। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এর সফল ব্যবহার করা সম্ভব হবে।