সারা বিশ্বজুড়ে জনপ্রিয় ১০০টি সংবাদপত্রের বিগত বছরসমূহে প্রকাশিত সংখ্যার ডিজিটাল আর্কাইভ তৈরি করছে গুগল। জনপ্রিয় সার্চ ইঞ্জিন হিসেবে বিশ্বব্যাপী নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হওয়া গুগল তাদের প্রতিষ্ঠার ১০ বছর পর্দাপনের সাথে সাথে অগণিত গুগল ব্যবহারকারীদের কল্যাণে তাদের নতুন এই ডিজিটাল আর্কাইভ সেবা প্রদানের ঘোষণা প্রদান করে। গুগল কর্তৃক বিশ্বের শীর্ষ ১০০টি সংবাদপত্রের ডিজিটাল আর্কাইভের অন্যতম বিশেষত্ব হচ্ছে, এই আর্কাইভে সংবাদপত্রের পুরনো সংখ্যার সকল কনটেন্ট পাওয়া যাবে এবং স্ক্যান করা পত্রিকা সংযুক্ত করা হবে। অর্থাৎ এই প্রক্রিয়ায় অনলাইনের মাধ্যমে সারাবিশ্বের অগণিত ইন্টারনেট ব্যবহারকারী পুরনো সংবাদপত্রের আদলে সংবাদ পড়ার সুযোগ পাবেন। গুগলের ভাইস প্রেসিডেন্ট সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠেয় কনফারেন্সে এই ডিজিটাল আর্কাইভ চালুর ঘোষণা প্রদান করে জানান, ‘আমরা এই সংবাদপত্রসমূহের ডিজিটাল আর্কাইভ তৈরি করার মাধ্যমে আমাদের নতুন অগ্রযাত্রা সূচিত করতে সক্ষম হব। এই সেবা গ্রহণের মাধ্যমে একজন ব্যক্তি বহুবছর পুরনো পত্রিকার আসল কনটেন্ট পড়তে সক্ষম হওয়ায় অতীতে’র ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে অবগত হতে পারবে।’ গুগল কর্তৃক এই ডিজটাল আর্কইভ তৈরিতে নতুন এলগোরিদমের সমন্বয় ঘটানো হয়েছে যার মাধ্যমে অনলাইনে একজন ব্যক্তি তার চাহিদা অনুযায়ী বিষয়াদির সম্পর্কিত প্রতিবেদন সম্পর্কে অবহিত হতে পারবে। অর্থাৎ কোন ব্যক্তি যদি তার প্রয়োজনীয় প্রকাশিত প্রতিবেদন জানতে আগ্রহী হয় তবে এটি বিগত বছরগুলোতে বিভিন্ন প্রত্রিকায় প্রকাশিত সংশ্লিষ্ট প্রতিবেদনসমূহ সম্পর্কে তথ্য প্রকাশ করতে সক্ষম হবে। ফলে পুরনো দিনের প্রকাশিত প্রতিবেদন সমূহ আসল কনটেন্টসমূদ্ধভাবে পাঠকরা পড়তে সক্ষম হওয়ায় তা সারাবিশ্বের অগণিত মানুষের কল্যাণে ভূমিকা রাখতে সক্ষম হবে এবং গুগলের প্রতি মানুষের আস্থাবৃদ্ধির পাশাপাশি গুগল নিজেকে অধিক ব্যবসা সফল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।



