ই-কমার্স ভিত্তিক শিল্পে তুমুল জনপ্রিয় ই-বে তাদের ব্যবসা সম্প্রসারণ এবং সামাজিকতা বৃদ্ধির মাধ্যমে বিশ্বজুড়ে অগণিত মানুষের কল্যাণে চালু করেছে নতুন ওয়েব সাইট। www.worldofgood.com নামের এই রিটেল ওয়েব সাইটটিকে ই-বে কর্তৃপক্ষ ‘ইথিক্যাল সাপ্লাই চেইন’ নামে আখ্যায়িত করে জানিয়েছে এই ওয়েব সাইটে নির্ধারিত মূল্যে বিশ্বের পরিবেশের ক্ষতি করে না এমন পণ্য বিক্রয় করা হবে। বিশেষ করে পরিবেশবান্ধব পণ্য ক্রয়ের মাধ্যমে ক্রেতারা উপকৃত হতে পারবে বলে আশা প্রকাশ করা হয়। বিশেষ করে সামাজিক মূল্যবোধ এবং পরিবেশবান্ধব পণ্য ক্রয়ে ই-বে’র এই নতুন ওয়েব সাইট ভূমিকা রাখতে সক্ষম হবে।