জাপানি কোম্পানি মাৎসুশিতা বাজারে ছেড়েছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকৃতির ডিজিটাল সিঙ্গেল-লেন্স রিফলেক্স (এসএলআর) ক্যামেরা। মূলত একদম হালকা ওজনের ি ম এই ক্যামেরা ক্রেতা হিসেবে নির্ধারণ করা হয়েছে মহিলাদের যারা খুব বেশি ওজন বহন করতে চান না। বর্তমানে ডিজিটাল ক্যামেরার মার্কেটে এসএলআর ক্যামেরা খুবই আকর্ষণীয় একটি ডিজিটাল পণ্যে পরিণত হয়েছে। এসএলআর ক্যামেরাগুলো এখন হাই-ইন্ড মডেলের সাথে পরিবর্তনশীল লেন্থের সুবিধা নিয়ে ডিজিটাল ক্যামেরার জগতে খুবই লোভনীয় আর বিক্রি তালিকার শীর্ষের একটি ইলেকট্রনিক্স পণ্য। মাৎসুশিতা ইলেকট্রিক ইন্ডাস্ট্রিয়াল কো. লিঃ যা আগামী অক্টোবর থেকে প্যানাসনিক কোম্পানিতে নামকরণ হচ্ছে। তারা লিমুক্স ব্র্যান্ড ডিজিটাল ক্যামেরাও তৈরি করে থাকে। নতুন লিমুক্স মডেল ডিএমসি-ডিওয়ান বর্তমানে প্রচলিত ডিএমসি-এল১০ এসএলআর ক্যামেরার চেয়ে শতকরা ২৭ ভাগ ছোট ও ওজনের দিক দিয়ে মাত্র ৩৮৫ গ্রাম যা সাধারণ একটি বিয়ারের ক্যানের মতই ওজন। নতুন এই ক্যামেরাটি জাপানের বাজারে বিক্রি শুরু হবে ৩১ অক্টোবর থেকে আর এর মূল্য ধরা হয়েছে ৯০,০০০ ইয়েন বা ৮৩৯.৫ ডলার।