মালয়েশিয়ায় একজন প্রখ্যাত ইন্টারনেট ব্লগার রাজা পেত্রা কামরুদ্দিন গত শুক্রবার পুলিশের হাতে আটক হয়েছেন। মালয়েশিয়া টুডে নামে একটি ব্লগ নিউজ ওয়েবসাইট রাজা পেত্রা কামরুদ্দিন পরিচালনা করতেন এবং সেই ওয়েব সাইটের ব্লগগুলো মূলত সরকারের বিরুদ্ধে প্রচারণার কাজে ব্যবহৃত হত। এর আগে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী নাজির রাজ্জাক ও তার স্ত্রী’র বিরুদ্ধে চঞ্চল্যকর মঙ্গোলিয়ান মহিলাকে হত্যার খবর তার ব্লগ সাইটে প্রকাশ করা হয়েছিল। এছাড়াও সরকারের দমন নীতির বিরুদ্ধে রাজা পেত্রা বহুবার তার ব্লগ সাইট ব্যবহার করেছিলেন। সরকার তার এসব কর্মকান্ডকে কখনোই প্রশ্রয় দেয়নি এবং বার বার সতর্ক করে আসছিল। এবারে ইসলাম ধর্ম সম্পর্কে একটি বিরূপ মন্তব্য মূলক আর্টক্যাল তিনি তার মালয়েশিয়া টুডে ওয়েব সাইটে প্রকাশ করেন। এই আর্টিক্যালে ইসলাম ধর্ম সম্পর্কে ও ইসলাম ধর্মের প্রচারক হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে অবমাননাকর বক্তব্য প্রকাশ করায় সরকার রাজা পেত্রাকে গ্রেফতার করেছে। অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়ায় পুলিশ তাকে বিনা বিচারে দুই বছর পর্যন্ত রিমান্ডে রাখতে পারবে। মালয়েশিয়ায় অভ্যন্তরীণ নিরপত্তা আইন খুবই কড়া এবং সরকার বিরোধী আন্দোলনকারীদের ও রাষ্ট্রের জন্য হুমকী হিসেবে বিবেচিত সন্ত্রাসীদের বিরুদ্ধে এ আইন সাধারণত প্রয়োগ করা হয়ে থাকে। পশ্চিমা গণমাধ্যমে মালয়েশিয়ার সরকার রাজা পেত্রা কামরুদ্দিনকে গ্রেফহার করায় খুবই সমালোচিত হচ্ছে। মালয়েশিয়ায় যেসব টিভি চ্যানেল বা সংবাদ মাধ্যম রয়েছে তার সবগুলোই সরকারের কঠিন নিয়ন্ত্রণে পরিচালিত হয়। তাই মালয়েশিয়ার গণমাধ্যম থেকে সরকার বিরোধী কোন তথ্য পাওয়া যায় না। মালয়েশিয়ায় অনেকগুলো ব্লগ ওয়েব সাইট রয়েছে যেগুলো স্বাধীনভাবে সরকারের বিরুদ্ধে মত প্রকাশ করতে পারে এবং সরকার বিরোধী আন্দোলনের তথ্য এগুলো থেকেই পাওয়া যায়। বর্তমানে এসব ব্লগ খবরের উৎস হিসেবে মালয়েশিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে।