সিলিকন জাংশন ট্রানজিস্টর : ১৯৫৪ সালের ১০ মে টেক্সাস ইন্সট্রুমেন্ট ঘোষণা দেয় সিলিকন জাংশন ট্রানজিস্টরের বাণিজ্যিক প্রস্তুত ও বিক্রি। সিলিকন জাংশন ট্রানজিস্টর তখন থেকেই বলা শুরু হয় আধুনিক ইলেকট্রনিক কম্পিউটারের ‘ব্রেইন’ বা মস্তিষ্ক। একেকটি ট্রানজিস্টরের দাম নির্ধারণ করা হয় ২.৫০ ডলার। এক সময় মানবিক মস্তিষ্কের কাজ করে দিতে সক্ষম হবে এই সিলিকন জাংশন ট্রানজিস্টর, সেই ধারণা তখন থেকেই শুরু হয়। এই ট্রানজিস্টরটি যে শুধুমাত্র কম্পিউটারে ব্যবহার হতে থাকে তাই নয়, বরং রেডিও টেলিভিশনেও একইভাবে ব্যবহৃত হওয়া শুরু হয়।

আইবিএম ৬৫০ : আইবিএম ৬৫০ ম্যাগনেটিক ড্রাম ক্যালকুলেটর এ বছর বৃহৎ আকার কম্পিউটারের ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রির রেকর্ডটি গড়ে, তা হল ৪৫০টি আইবিএম ৬৫০ বিক্রি হয় এক বছরে। প্রতি মিনিটে ১২,৫০০ বার ঘূর্ণন ক্ষমতা সম্পন্ন ম্যাগনেটিক ডাটা-স্টোরেড ড্রাম মেশিনটির ডাটা রিড-রাইড ও প্রসেসিং গতি আগেকার ড্রাম মেমোরি মেশিনগুলোর চেয়ে অনেকগুণ বেশি ছিল।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক