আগামী মাসে তাইওয়ানে আয়োজিত আইটি মেলায় আসুসটেক আনছে বাঁশের তৈরি নোটবুক। পুন:ব্যবহারযোগ্য উপাদান দিয়ে তৈরি এবং পরিবেশ বান্ধব এই নোটবুক অচিরেই জনপ্রিয়তা পাবে এমনটি আশা করছেন আসুসের কর্মকর্তারা।

এ মাসের শুরুর দিকে কোম্পানি তাদের নতুন তৈরিকৃত এসব নোটবুক প্রদর্শন করে। এই নোটবুকগুলো আসুসের ইউসিক্সভি সিরিজের এবং ১২.১ ইঞ্চি স্ক্রিন সমৃদ্ধ। এশিয়ায় বাঁশ ও বাঁশের তৈরি ফার্নিচার খুবই জনপ্রিয়। আসুস তাই আশা করছে এশিয়ার মার্কেটে এ ল্যাপটপ অবশ্যই জনপ্রিয়তা পাবে। এই নোটবুকের কনফিগারেশন হল ইন্টেল কোর ২ ডুয়ো মাইক্রো প্রসেসর এবং মাইক্রোসফট উইন্ডোজ ভিসতা অপারেটিং সিস্টেম। তাইওয়ানের মেলায় একেকটি নোটবুকের দাম নির্ধারণ করা হয়েছে ১,৮০২ ডলার।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক