দেশের সর্বত্র থ্রিজি মোবাইল পরিসেবা চালু করতে আগামী দুই বছরের মধ্যে চীনে ব্যবসা পরিচালনাকারী মোবাইল অপারেটররা ৪১ বিলিয়ন ইউএস ডলার ব্যয় করবে বলে জানিয়েছে চীন কর্তৃপক্ষ। থ্রিজি মোবাইল নেটওয়ার্ক উন্নয়নের লক্ষ্যে মূলত কোর মাইক্রোচীপ, টার্মিনালস এবং টেস্টিং ইকুইপমেন্ট উন্নয়নসহ নেটওয়ার্ক স্থাপনে এই অর্থ ব্যয় করা হবে। চীন ইতোমধ্যে টিডি-এসসিডিএমএ-থ্রিজি স্ট্যান্ডার্ড অবকাঠামো উন্নয়ন করছে সে দেশের অভ্যন্তরীণ শিল্প এবং প্রযুক্তির সহায়তায়। এই লক্ষ্যে চায়না মোবাইল টিডি-এসসিডিএমএ-এর লাইসেন্স এবং চায়না ইউনিকম ডব্লিউসিডিএমএ লাইসেন্স পেয়েছে। ফলে মোবাইল অবকাঠামো তৈরিতে ৪১ বিলিয়ন ডলার অচিরেই প্রযুক্তিখাতে চীনকে এগিয়ে নিবে।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক