মন্টেনিগ্রো সরকার সেই দেশের সকল সরকারি অফিস এবং সংস্থাসমূহে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হিসেবে বিবেচিত ফেসবুক ব্যবহার নিষিদ্ধ করেছে। মূলত অফিস সময়ে কাজের পরিবেশ নিশ্চিত করতে এই নির্দেশ প্রদান করা হয়েছে বলে ধারণা করা হয়েছে। উল্লেখ্য, মন্টেনিগ্রোতে ইন্টারনেট পেনিট্রেশন হার প্রায় ৪০ শতাংশ এবং ইন্টারনেট সকলের নিকট সহজলভ্য হওয়ায় বিভিন্ন সরকারি অফিসে কর্মরত ব্যক্তিরা অনলাইনে সোশ্যাল নেটওয়ার্ক সাইট ফেসবুকে অধিক সময় ব্যয় করায় ইন্টারনেট ট্রাফিকের উপর চাপ পড়ে এবং এতে কাজের পরিবেশ বিনষ্ট হয়। ফলে সরকারি বিভিন্ন অফিস সমূহে কাজের পরিবেশ নিশ্চিত করতে মন্টিনিগ্রো সরকার সেই দেশের সকল সরকারি অফিস সমূহে ফেসবুক ব্যবহার বন্ধ করতে এই নির্দেশ প্রদান করে।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক