জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে বই। সাহিত্যপ্রেমী থেকে শুরু করে অনেকেই বই পড়ে থাকেন। বইপ্রেমীরা বই সংগ্রহ করেন নানাভাবে। তথ্যপ্রযুক্তি বিভিন্ন কাজ যেমন সহজ করে দিয়েছে, তেমনি অনেক কিছুই এনে দিয়েছে হাতের মুঠোয়। বইয়ের বিশাল সংগ্রহ যেমন রয়েছে গ্রন্থাগারে, তেমনি রয়েছে ইন্টারনেটে। ইন্টারনেটের কল্যাণে বর্তমানে ইচ্ছা করলে ঘরে বসেই আপনি পড়তে এবং সংগ্রহ করতে পারেন আপনার প্রিয় বই। এসব ওয়েবসাইটে যেমন রয়েছে বিভিন্ন ধরনের বই পড়া ও সংরক্ষণের সুবিধা, তেমনি রয়েছে নানা ধরনের বইয়ের সম্ভার। বাংলা বই সম্পর্কিত কিছু ওয়েবসাইটের ঠিকানা:
www.boi-mela.com
www.boipara.com
www.murchona.com
www.banglalibrary.com
www.banglakitab.com
www.calcuttaglobalchat.net/category/bangla-boi
www.anirban.com
www.somoy.com
www.vubon.com