আমাদের নিত্য প্রয়োজনীয় ল্যাপটপ, মোবাইল ফোন, আইপড সমূহের চার্জ নিয়ে আমরা অনেকেই চিন্তিত হয়ে থাকি। এই সকল ইলেকট্রোনিক্স পণ্যাদিতে অধিক সময় পর্যন্ত চার্জ প্রদানে অচিরেই বাজারে আসছে ফুয়েল সেল ডিভাইস। অতি ক্ষুদ্রাকৃতির এই ফুয়েল সেল ডিভাইস তৈরি হবে মূলত তরল অথবা গ্যাসের সমন্বয়ে। যা ব্যবহারে আমাদের নিত্য প্রয়োজনীয় এই সকল যন্ত্রাদিতে অধিক সময় পর্যন্ত চার্জ প্রদান করা সম্ভব হবে। ফলে যে সকল ব্যক্তিরা বেশি সময় পর্যন্ত কাজ করতে আগ্রহী তাদের ফুয়েল সেল ডিভাইস কার্যকর সুবিধা প্রদান করবে।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক