ইন্টারনেটকে সকলের নিকট নিরাপদ এবং ব্যবহার উপযোগী করে তুলতে উদ্যোগ গ্রহণ করেছে অস্ট্রেলিয়া সরকার। এরই ধারাবাহিকতায় তারা পরিকল্পনা গ্রহণ করেছে ন্যাশনওয়াইড ওয়েব ফিল্টার বাস্তবায়নের। এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করার সময় অস্ট্রেলিয়ার অধিবাসীরা অনাকাঙ্খিত কনটেন্ট সমৃদ্ধ ওয়েব পেজ সমূহ ভিজিট করতে পারবে না। ওয়েব ফিল্টার ব্যবহারের মাধ্যমে আইএসপি প্রতিষ্ঠানসমূহ হাজার হাজার অবৈধ কনটেন্ট সমৃদ্ধ ওয়েব সাইট বন্ধ করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। ইন্টারনেট ভিত্তিক সমাজ ব্যবস্থায় ওয়েব ফিল্টার ইন্টারনেটকে সকলের জন্য নিরাপদ হিসেবে গড়ে তুলতে সক্ষম। বিশেষ করে অনলাইনে অপ্রাপ্ত বয়স্কদের অনাকাঙ্খিত সাইট ভিজিট এবং অবৈধ কনটেন্ট সমৃদ্ধ ওয়েব সাইট নিয়ন্ত্রণে ওয়েব ফিল্টার কার্যকর ভূমিকা গ্রহণের মাধ্যমে ইন্টারনেটকে সকলের নিকট সমানভাবে গ্রহণযোগ্য করতে সক্ষম। উল্লেখ্য, অস্ট্রেলিয়া সরকারের গৃহিত সাইবার সেফটি প্ল্যানের আওতায় যে দেশের সরকার নিরাপদ কনটেন্ট সমৃদ্ধ ইন্টারনেট ব্যবহারের সুযোগ প্রদানের লক্ষ্যেই এই ওয়েব ফিল্টার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। অস্ট্রেলিয়া সরকার ইতোমধ্যে সাইবার সেফটি প্ল্যান বাস্তবায়নের উপর কাজ শুরু করেছে এবং এই খাতে প্রায় ৮২ মিলিয়ন ডলার ব্যয় করবে বলে জানিয়েছে। নিরাপদে অবৈধ কনটেন্ট সমৃদ্ধ ওয়েব সাইট হতে অস্ট্রেলিয়ার অধিবাসীদের রক্ষা করতে ইতোপূর্বে সে দেশের সরকার অস্ট্রেলিয়াতে ব্যবসা পরিচালনাকারী সকল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান এবং মোবাইল অপারেটরদের সাথে বৈঠকে মিলিত হয় এবং অবৈধ কনটেন্ট সমৃদ্ধ ওয়েব সাইটসমূহ বন্ধ করে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। মূলত দু’টি উপায়ে ওয়েব ফিল্টার ব্যবহারের মাধ্যমে অবৈধ কনটেন্ট সমৃদ্ধ ওয়েব সাইটসমূহ ব্লক করা হবে। প্রথমত, অবৈধ কনটেন্ট সমৃদ্ধ প্রায় ১০ হাজার ওয়েব সাইটের লিস্ট সরকার কর্তৃক প্রণয়ন করা হবে এবং তা বন্ধের বিষয়ে সকল আইএসপি প্রতিষ্ঠানসমূহ কাজ করে যাবে। দ্বিতীয়ত, প্রয়োজনে পরিস্থিতি বিবেচনা পূর্বক আইএসপি প্রতিষ্ঠানসমূহ নিরাপদে ইন্টারনেট ব্যবহারের প্রতিবন্ধক ওয়েব সাইটসমূহ নিজ উদ্যোগে পর্যায়ক্রমে ব্লক করার ব্যবস্থা গ্রহণ করবে।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক