কোর মেমোরি : আমেরিকার বিখ্যাত বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এমআইটিতে, জে ফরেস্টার ওয়ার্লউইন্ড কম্পিউটারে ম্যাগনেটিক কোর মেমোরি ব্যবহার করতে সক্ষম হন। এর আগে কম্পিউটার মেমোরিতে রিলে ব্যবহার করা হত। চৌম্বকীয় মেমোরি ব্যবহার শুরু হওয়া মাত্রই কম্পিউটারের কাজের গতি অনেক বেড়ে গেল আর কম্পিউটার তৈরি করাও সহজ হয়ে গেল। ১৯৭০ সালে সেমিকন্ডাক্টর মেমোরি চালু হওয়ার আগ পর্যন্ত এই ম্যাগনেটিক কোর মেমোরিই জনপ্রিয়তার সঙ্গে কম্পিউটারে ব্যবহার করা হতো।
আইবিএম ৭০১ : ১৯৫৩ সালে প্রযুক্তির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আইবিএম ৭০১ নামক ইলেকট্রনিক কম্পিউটারের মডেল তৈরি। তিন বছরের গবেষণার ফসল আইবিএম ৭০১ প্রথম থেকেই গবেষণাগার, উড়োজাহাজ কোম্পানি ও বিভিন্ন সরকারি দপ্তরে ব্যবহার হতে থাকে।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক