ইন্টারনেট ব্যবহারকারীদের কল্যাণে ইন্টারনেটকে অধিকতর আকর্ষণীয় করে গড়ে তুলতে অস্ট্রেলিয়া ভিত্তিক প্রতিষ্ঠান এক্সিট রিয়েলিটি সম্প্রতি বাজারে ছেড়েছে থ্রিডি ইন্টারনেট টুল। এই নতুন থ্রিডি ইন্টারনেট টুল ব্যবহারের মাধ্যমে একজন ব্যক্তি ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইটে ত্রিমাত্রিক সুবিধাদি উপভোগ করতে সক্ষম হবে। ইতোপূর্বে সেকেন্ড লাইফ এবং ওয়ার্ল্ড অব ওয়ারক্র্যাফট ওয়েবসাইট তাদের ওয়েব ভিজিটরদের ত্রিমাত্রিক অনুভূতি প্রদান করতে সক্ষম হলেও অস্ট্রেলিয়ার এই এক্সিট রিয়েলিটি প্রতিষ্ঠানের নতুন বাজারে ছাড়া থ্রিজি ইন্টারনেট টুল ব্যবহারের মাধ্যমে যেকোন মানসম্পন্ন ওয়েব সাইটে প্রবেশের মাধ্যমেই ইন্টারনেট ব্যবহারকারীরা থ্রিডি ওয়েব পেইজ এর ন্যায় অনুভূতি অর্জন করতে সক্ষম হবে বলে প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করেছে। থ্রিডি ইন্টারনেট টুল সম্পর্কে এক্সিট রিয়েলিটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ড্যানি স্টেফেনিক বলেন, ‘আমরা বিশ্বের অগণিত ইন্টারনেট ব্যবহারকারীদের শুধুমাত্র একটি অথবা দু’টি ওয়েব পেইজ-এ থ্রিডি ইন্টারনেট ব্যবহারের সুবিধা প্রদানের তুলনায় অধিকতর মানসম্পন্ন থ্রিডি ইন্টারনেট টুল তৈরি করতে সক্ষম হয়েছি। ফলে আমাদের থ্রিডি ইন্টারনেট টুল ব্যবহারের মাধ্যমে যেকোন ব্যক্তি প্রায় সবক’টি ওয়েব পেইজ ব্রাউজ করার ক্ষেত্রেই থ্রিডি প্রযুক্তির অনুভূতি অর্জন করতে সক্ষম হবে।’ এই থ্রিডি ইন্টারনেট টুল-এর কার্যক্রম সফলভাবে ব্যবহার করা সম্ভব হলে ইন্টারনেট ব্যবহারের পরিমাণ বৃদ্ধি পাবে বলে সকলেই মনে করছেন। কেননা, এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারে বর্তমানের তুলনায় ব্যবহারকারীরা অধিকতর স্বাচ্ছন্দ্যবোধ করবে। এই এক্সিট রিয়েলিটি থ্রিডি ইন্টারনেট টুল ব্যবহারের কারণে অনেক ওয়েবসাইটই থ্রিডি সিনেমা এবং বিজ্ঞাপন প্রচারের কার্যক্রম গ্রহণ করতে পারে বিধায় অচিরেই ইন্টারনেট ভিত্তিক বিজ্ঞাপন শিল্পের প্রসার ঘটবে। মাত্র ৩.৫ মেগাবিট ইন্টারনেট প্লাগইনসমৃদ্ধ এই থ্রিডি ইন্টারনেট টুলটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে বলে জানিয়েছে এক্সিট রিয়েলিটি প্রতিষ্ঠান।