অনেকদিন থেকেই গুগলের এনড্রয়েড সফটওয়্যার সমৃদ্ধ মোবাইল ফোন বাজারে আসার কথা শোনা গেলেও ২৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যে গুগল এনড্রয়েড মোবাইল ফোনের বাজারজাত শুরু হয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় জনপ্রিয় সার্চ ইঞ্জিন হিসেবে গুগল’কে সকলে চিনে থাকলেও এই নতুন এনড্রয়েড সফটওয়্যার সমৃদ্ধ ফোনের যাত্রা শুরুর মাধ্যমে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে গুগল। নতুন এই এনড্রয়েড সফটওয়্যার সমৃদ্ধ মোবাইল ফোন প্রাথমিকভাবে বাজারে নিয়ে এসেছে টি-মোবাইল জিওয়ান হ্যান্ডসেটের সমন্বয়ে। এই এনড্রয়েড সফটওয়্যার সমৃদ্ধ মোবাইল ফোনটির বৈশিষ্ট্য হচ্ছে এটি গুগলের অপারেটিং সফটওয়্যার এনড্রয়েডের মাধ্যমে কাজ করতে সক্ষম এবং এর রয়েছে কোয়ার্টলি কি-বোর্ড সমৃদ্ধ টাচস্ক্রিন। টি-মোবাইল যুক্তরাজ্যে মাত্র ৪০ ইউরো’র বিনিময়ে এর মাধ্যমে প্রতিমাসে আনলিমিটেড দ্রুতগতিসম্পন্ন নেট ব্রাউজিং করার সুবিধা প্রদান করবে। সেই সাথে এতে রয়েছে ৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং এক ক্লিকেই প্রয়োজনীয় সার্চ করার সুবিধাদি। একই সাথে এই ফোনের মাধ্যমে ওয়াই-ফাই এবং থ্রিজি প্রযুক্তি ব্যবহার সম্ভব হবে এবং এতে রয়েছে ইউটিউব ব্যবহারে সকল সুবিধাদি বিল্টইন অবস্থায়। একই সাথে এনড্রয়েড সফটওয়্যার সমৃদ্ধ মোবাইল ফোন ব্যবহারকারীরা গুগলের এনড্রয়েড মার্কেট ব্যবহারের সুবিধা পাবে বলে জানিয়েছে টি-মোবাইল। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে এনড্রয়েড সফটওয়্যার সমৃদ্ধ মোবাইল ফোন বাজারে ছাড়ার ঘোষণা দেয় গুগল। এরই ধারাবাহিকতায় গুগল প্রাথমিক অবস্থায় তৈরি করে ওপেন হ্যান্ডসেট এলায়েন্স। যার মাধ্যমে গুগলের এনড্রয়েড সফটওয়্যার কাজ করতে সক্ষম হতে পারে। গুগলের এই এনড্রয়েড সফটওয়্যার সমৃদ্ধ মোবাইল ফোন বাজারে আসার মাধ্যমে মাইক্রোসফটের মোবাইল অপারেটিং সিস্টেম এবং নোকিয়ার সিমবিয়ান সফটওয়্যারের সাথে গুগলের এনড্রয়েড সফটওয়্যারের প্রতিযোগিতা মূলক ব্যবসায়িক কর্মকান্ড শুরু হবে।