মোবাইল ফোন ব্যবহার করে বিদ্যুৎ বিলের কারচুপি ও গাড়ি চুরি রোধ করার দুটি প্রকল্প তৈরি করেছে ইউনাইটেড আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের (ইউআইইউ) তড়িৎ কৌশল বিভাগের চারজন ছাত্র। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনের প্রকল্প দুটি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। ‘নন-ভয়েস অ্যাপ্লিকেশন অব মোবাইল ফোন নেটওয়ার্কস’ শীর্ষক এক সেমিনারে প্রকল্প দুটি দেখান ইউআইইউয়েে চার শিক্ষার্থী মো. শাহিনুর মান্নান, মো. নাজমুস সাকিব, মো. আমিনুল ইসলাম, মো. সাঈদ আব্দুল বারী এবং তাঁদের তত্ত্বাবধায়ক তড়িৎ কৌশল বিভাগের প্রভাষক এস এম মওদুদুল ইসলাম ও তৌফিক হাসান আল বান্না। ইউআইইউ মিটার রিডার প্রকল্পে দেখানো হয় মোবাইল ফোনের সংক্ষিপ্ত বার্তা (এসএমএস) এবং মাল্টিমিডিয়া বার্তার (এমএমএস) সমন্বয়ে বিদ্যুতের বিল কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো যায়। আরেকটি প্রকল্পে গাড়ির নিরাপত্তার জন্য গাড়ির সঙ্গে যুক্ত জিএসএম প্রযুক্তির যন্ত্রের সহায়তায় কীভাবে এসএমএসের মাধ্যমে গাড়ির অবস্থান জানা এবং চুরি হলে সেটির ইঞ্জিন বন্ধ করা যায়, তা দেখানো হয়। এ দুই প্রকল্পে জিএসএম ঘরানার মোবাইল ফোন এবং সি++ প্রোগ্রাম ব্যবহার করা হয়েছে। সেমিনারের প্রধান অতিথি বিদ্যুৎ সচিব ড. ফওজুল কবির খান বলেন, দেশে বিদ্যুৎ চুরি রোধে এ রকম প্রযুক্তির প্রয়োজন। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার এস এম রফিকুল ইসলাম গাড়ি চুরি রোধে আইন প্রয়োগকারী সংস্থার এ রকম প্রযুক্তি ব্যবহারের বিষয়টি তুলে ধরেন। গ্রামীণফোনের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক খালিদ হাসান এবং একটেলের রিজিওনাল অপারেশনের সহকারী মহাব্যবস্থাপক মো. আনিসুর রহমান এ ধরনের প্রযুক্তি ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন। সভাপতিত্ব করেন ইউআইইউয়ের উপাচার্য ড. এম রিজওয়ান খান।