ইন্টারনেটের মাধ্যমে জিনিসপত্র কেনাবেচা থেকে শুরু করে চাকরি খোঁজা, জ্ঞান অর্জন, তথ্য আদান-প্রদান সবই সম্ভব। ইন্টারনেট সহজ করে দিয়েছে প্রাত্যহিক বিভিন্ন প্রয়োজনীয় কাজ। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে গৃহশিক্ষক খোঁজা। অনেক অভিভাবক বিভিন্নভাবে গৃহশিক্ষকের খোঁজ করার চেষ্টা করেন। গৃহশিক্ষক খোঁজার সুবিধা নিয়ে ইন্টারনেটে চালু হয়েছে বিডি টিউটর http://www.bdtutor.net/ নামের একটি ওয়েবসাইট। এ সাইটে রয়েছে গৃহশিক্ষকদের নামসহ একটি নির্দেশিকা (ডিরেক্টরি). এর মাধ্যমে বিভিন্ন বিষয়ে নাম নিবন্ধন করে অভিভাবক বা শিক্ষার্থীরা খুঁজে নিতে পারেন গৃহশিক্ষক।