এটিএ শব্দটি এসেছে ‘অ্যাডভান্সড টেকনোলজি অ্যাটাচমেন্ট’ শব্দগুচ্ছের সংক্ষিপ্ত রূপ থেকে। এটি এক ধরনেরর ডিস্ক ড্রাইভ, যেটি নিজে থেকে ড্রাইভ কন্ট্রোলারের সঙ্গে সমন্বয় সাধন করতে পারে।কম্পিউটারে এটিএ হার্ড ড্রাইভ ব্যবহার করা হয়, যেখানে আলাদা কোনো কন্ট্রোলার ড্রাইভারের প্রয়োজন পড়ে না। তবে এ ক্ষেত্রে মাদারবোর্ডকে অবশ্যই এটিকে সমর্থন করার উপযোগী তৈরি হতে হবে। বিভিন্ন রকম এটিএ শ্রেণীবিভাগ আছে যেমন−এটিএ-১, এটিএ-২, এটিএ-৩, আল্ট্রা এটিএ, এটিএ/৬৬ এবং এটিএ/১০০।মাঝেমধ্যে আইডিই বা ইন্টিগ্রেটেড ড্রাইভ ইলেকট্রনিকস শব্দটি এটিএ-এর পরিবর্তে ব্যবহার করা হয়। যার কারণে অনেক সময় এটিএ ড্রাইভের গায়ে লেবেলে লেখা থাকে আইডিই/এটিএ। কারিগরি দিক থেকে এটিএ বরং আইডিই প্রযুক্তি ব্যবহার করে থাকে।