প্রযুক্তির ছোঁয়ায় এই যুগে বেড়ে উঠছে বেড়ে ওঠা শিশুদের মা-বাবারা শঙ্কিত থাকেন। কারণ শিশুরা ইন্টারনেটে কোনো গেম বা তথ্য খুঁজতে গিয়েই সার্চ ইঞ্জিনে খুঁজে পাচ্ছে অনেক অন্ধকার জগতের ঠিকানা। পর্নোগ্রাফি মানে অশ্লীল ছবি বা বিষয়বস্তুতে ভরা আছে অসংখ্য ওয়েবসাইট। তবে ভয়ের কিছু নেই।অপ্রাপ্তবয়ষ্ককরা যাতে এইসব ক্ষতিকর ওয়েবসাইটে যেতে না পারে সে ব্যবস্থা করা যায় ওয়েবসাইট দেখার সফটওয়্যারেই (ওয়েব ব্রাউজার). ব্রাউজারে যেন পর্নোগ্রাফিক সাইটগুলো দেখা না যায় সে ব্যবস্থা করার জন্য অনেকগুলো সফটওয়্যার আছে। সেগুলো ইন্টারনেট থেকে বিনামূল্যে নামিয়ে (ডাউনলোড) ব্যবহার করা যায়।নিচে তেমন কিছু ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হলো।
www.safekids.com
www.tispa.com
www.surfwatch.com
www.we-blocker.com
www.surfcontrol.com
www.safeguard.com
www.cyberpatrol.com
www.safecontrol.com
www.childprotector.com
www.protectkids.com