বিশ্বজুড়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হিসেবে ফেসবুক খুবই জনপ্রিয়। সারাবিশ্বে প্রায় ১২০ মিলিয়ন ব্যক্তি ফেসবুক ব্যবহার করে থাকে। সম্প্রতি ‘কুবফেস’ নামক ভাইরাস ফেসবুক ব্যবহারকারীদের আক্রমণ করার মাধ্যমে ব্যক্তিগত তথ্যাদি চুরি এবং ক্রেডিট কার্ডের নাম্বার সংগ্রহ করে চলেছে। ফেসবুক ব্যবহারের সময় অজ্ঞাত পরিচয় ব্যক্তির আহ্বানের মাধ্যমে এই ‘কুবফেস’ ভাইরাস বিস্তার ঘটে চলেছে। বিশেষ করে কোন জনপ্রিয় সিনেমা, গান ডাউনলোডের লোভনীয় বিভিন্ন সুযোগ প্রদানের মাধ্যমে অজ্ঞাত পরিচয় হতে কোন প্রস্তাব আসার পরে সেই সাইটে প্রবেশের মাধ্যমে সিনেমা অথবা গান ডাউনলোডের সাথে সাথে এই ‘কুবফেস’ ভাইরাসটি একজন ফেসবুক ব্যবহারকারীর পিসিতে প্রবেশ করে এবং সেই ব্যক্তির সকল ব্যক্তিগত তথ্যাদি চুরি করে থাকে। এই ‘কুবফেস’ ভাইরাসটি খুবই স্বল্পসংখ্যক ফেসবুক ব্যবহারকারী ব্যক্তিকে আক্রমণ করেছে বলে জানিয়েছে ফেসবুকের একজন মুখপাত্র ব্যারি সচনিট।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক