প্রযুক্তিকে দেশের সর্বত্র ছড়িয়ে দেয়ার পাশাপাশি প্রযুক্তির সফল ব্যবহারের মাধ্যমে দেশের জাতীয় নির্বাচনে জনগণের ভোটদান পদ্ধতিকে সহজতর করার উদ্যোগ গ্রহণ করেছে ইউরোপে অবস্থিত এস্তোনিয়া। এরই ধারাবাহিকতায় সম্প্রতি এস্তোনিয়া’র পার্লামেন্ট মোবাইলের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট দানের আইন অনুমোদন করেছে। ফলে এস্তোনিয়া’তে ২০১১ সাল নাগাদ অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে সেই দেশের নাগরিকরা যেকোন স্থান থেকে তাদের মোবাইল ফোনের মাধ্যমে ভোট দান করতে সক্ষম হবে। ফলে মোবাইলের মাধ্যমে ভোটদানের সুযোগ নিশ্চিত করার মাধ্যমে অধিক সংখ্যক ভোটার আসন্ন নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হবে বলে আশা করছে এস্তোনিয়া সরকার। উল্লেখ্য, গত বছর থেকে ইস্তোনিয়াতে ইন্টারনেট ব্যালোট পদ্ধতি অনুমোদন করা হয়েছে। মোবাইল ভোটিং পদ্ধতি ইতোমধ্যেই সেই দেশের সরকার পরীক্ষা করে দেখেছে এবং এতে কোনরূপ ভোটাধিকারে সমস্যা চিহ্নিত করা হয়নি। মোবাইল ভোটিং পদ্ধতিতে ভোটারদের মোবাইল ফোনে ভোট দানের লক্ষ্যে সরকার অনুমোদিত চীপ ব্যবহার করতে হবে এবং এটি সম্পন্ন বিনামূল্যে প্রদান করা হবে বলে জানিয়েছেন এস্তোনিয়ার পারসোনাল আইডি কার্ড প্রদানকৃত সংস্থা এসকে সার্টিফিকেশন সেন্টারের মুখপাত্র রাউল কাইডরো। মোবাইলের মাধ্যমে ভোটদানের লক্ষ্যে প্রদানকৃত চীপ ভোটারদের আইডেন্টিটি নিশ্চিত করার মাধ্যমে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম ব্যবহার করে ভোট প্রদান নিশ্চিত করতে সক্ষম হবে। এই পদ্ধতিতে ভোটিং সিস্টেমে কোনরূপ সমস্যা হবে না বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মূলত প্রযুক্তিকে ব্যবহারের মাধ্যমে জনগণকে অধিকতর স্বাচ্ছন্দ্য প্রদানের লক্ষ্যে এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক