বিশ্বজুড়ে অগণিত ফেসবুক ব্যবহারকারীদের কল্যাণে অচিরেই সোশ্যাল নেটওয়ার্কে প্রবেশের পাশাপাশি অন্যান্য ওয়েবসাইটসমূহ ভিজিট করার সুযোগ প্রদান করতে চলেছে ফেসবুক। বিশ্বের অন্যতম সেরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হিসেবে ফেসবুক নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হওয়ার পাশাপাশি সাম্প্রতিক সময়ে ব্যবহারকারীদের কল্যাণে নতুন প্রযুক্তি সেবার সম্মিলন ঘটানোর উদ্দেশ্যেই মূলত চালু করতে যাচ্ছে সাইট ব্রাউজার সিস্টেম। নতুন এই প্রযুক্তি বাস্তবায়ন সম্ভব হলে ফেসবুক ব্যবহারকারীরা সোশ্যাল নেটওয়ার্কিং-এর সাথে নিজেদের যুক্ত করার পাশাপাশি একই সময়ে তাদের পছন্দনীয় ওয়েবসাইট সমূহে ভিজিট করতে সক্ষম হবে। ফলে যে কোন ব্যবহারকারী বিভিন্ন ওয়েবসাইটে তাদের প্রয়োজনীয় কর্মকান্ড সম্পাদনের পাশাপাশি নিজেদের সোশ্যাল নেটওয়ার্ক নির্ভর কাজেও নিয়োজিত রাখতে সম্ভব হবে। একই সাথে ফেসবুক ব্যবহারের মাধ্যমে অনলাইনে থাকা পরিচিত ব্যক্তিরা কোন ওয়েবসাইট ব্যবহার করছে সে সম্পর্কেও জানা সম্ভব হবে। ফলে বিশ্বের যেকোন প্রান্তে থাকা ফেসবুক ব্যবহারকারীরা একই সাথে এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিজেদের পছন্দনীয় অনলাইন ভিত্তিক ভিডিও, গান প্রভৃতি উপভোগ করতে সক্ষম হবে এবং ফেসবুকের অনলাইনে থাকা অন্যান্য বন্ধুদের সাথে সেই বিষয়টি সম্পর্কে তাৎক্ষণাত মন্তব্য করার সুযোগ লাভ করবে। সাইট ব্রাউজার সুবিধা চালু হলে ফেসবুক ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় অনলাইনে অধিক স্বাচ্ছন্দ্যবোধ করতে সক্ষম হবার কারণে দীর্ঘক্ষণ ফেসবুক ব্যবহারে আগ্রহী হবে বলে আশা করছে ফেসবুক কর্তৃপক্ষ। একই সাথে নতুন এই সুবিধা ফেসবুক ব্যবহারকারীদের নিকট ফেসবুক’কে বর্তমানের তুলনায় অধিক গ্রহণযোগ্যতা এনে দিতে সক্ষম হবে এবং এর মাধ্যমে ফেসবুকের অনলাইন বিজ্ঞাপনের পরিমান বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।