নিজেদেরকে সাইবার ক্রাইমের হাত থেকে রক্ষা করতে ইউরোপীয় ইউনিয়ন নতুন কর্মসূচী গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়নভুক্ত ২৭ দেশে সাইবার ক্রাইম প্রতিরোধে এলার্ট সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে ৩ লক্ষ ইউরো ব্যয় করবে ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপুল। নতুন এই কর্মসূচীর আওতায় অনলাইন নির্ভর ডাটা চুরি প্রতিরোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় ইইউভূক্ত বিভিন্ন দেশে সাইবার ক্রাইম প্রতিরোধে কাজ করে চলবে সংস্থাটি এবং কোন দেশে কোন সাইবার অপরাধ সংগঠিত হবার আগেই সতর্ক করার পদক্ষেপ গ্রহণে নিজেদের নিয়োজিত করবে এবং আগামী ৫ বছরের মধ্যে সাইবার ক্রাইম প্রতিরোধে নিজেদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ইইউ ভুক্ত দেশসমূহকে সাইবার অপরাধ মুক্ত করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।