মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা এখন বিশ্বজুড়েই জনপ্রিয় একটি বিষয় হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিভিন্ন প্রতিষ্ঠান বর্তমানে তাদের ব্যবসায়িক সমৃদ্ধি নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে অনলাইনের মাধ্যমে মোবাইল ফোনে অধিকতর সেবা নিশ্চিত করতে। এরই ধারাবাহিকতায় বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ‘মাইস্পেস’ নতুন প্রযুক্তি বাস্তবায়নের মাধ্যমে স্মার্টফোন সমূহে অনলাইনে ভিডিও শেয়ারিং সুবিধা চালু করেছে। এই লক্ষ্যে মাইস্পেস ইতোমধ্যে ভিডিও রেকর্ডিং স্পেশালিটি প্রতিষ্ঠান ‘রিপকোড’ প্রতিষ্ঠানের মাধ্যমে স্মার্টফোনসমূহে ভিডিও সমূহ দেখার লক্ষ্যে ইন্টারনেট লিংক সংযোগ স্থাপন করেছে। মাইস্পেসের ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা ভিডিও শেয়ার করতে সক্ষম হবে এবং এবং পূর্বের তুলনায় দ্রুতগতিতে ডাউনলোড সম্পন্ন করতে পারবে। মোবাইল ফর মাই স্পেস প্রজেক্টের ভাইস প্রেসিডেন্ট জন ফেইথ তাদের নতুন প্রযুক্তি সেবা সম্পর্কে বলেন, ‘মোবাইলের মাধ্যমে ভিডিও দেখার সুবিধা প্রদান করা আমাদের বর্তমান লক্ষ্য এবং মাইস্পেস ভিডিও লাইব্রেরি ব্যবহারের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা উন্নত মানসম্পন্ন ভিডিও সমূহ দেখতে সক্ষম হবে তাদের পছন্দ অনুযায়ী।’ উল্লেখ রিপকোড টেকনোলজি সমৃদ্ধ এই স্ট্রিম ভিডিওসমূহ বর্তমানে বেটা টেস্ট পর্যায়ে রয়েছে এবং এই সেবা গ্রহণে স্মার্টফোন হিসেবে বিবেচিত ফোনসমূহ কার্যকর বলে মাইস্পেস কর্তৃপক্ষ আশা করছে। রিপকোড প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রেনডন মিলস্ জানান, ‘সারাবিশ্বে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং চাহিদা রয়েছে মাইস্পেস ভিডিও সমূহের। আমাদের প্রচেষ্টার সফল বাস্তবায়নের মাধ্যমে আমরা এই দু’টি বিষয়ের সম্মিলন ঘটনানোর বিষয়ে মনোনিবেশ করতে সক্ষম হয়েছি।’ ধারণা করা হচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট মাইস্পেস ব্যবহারকারীরা তাদের ফোন ব্যবহারের মাধ্যমে মাইস্পেস আর্কাইভে থাকা ভিডিও সমূহ দেখতে সক্ষম হবার পাশাপাশি মাইস্পেসের অনলাইন বিজ্ঞাপন ভিত্তিক আয় বৃদ্ধি পেতে সক্ষম হবে। উল্লেখ্য, প্রতি মাসে প্রায় ১০ মিলিয়ন ব্যক্তির মাইস্পেস ব্যবহার করে থাকে এবং মোবাইলে মাইস্পেসের ভিডিও স্ট্রেমিং সুযোগ পেতে হলে এম.মাইস্পেস.কম-এ প্রবেশ করতে হবে।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক