জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু’র সাথে চুক্তির আলোকে ভার্জিন মোবাইলের ৪ মিলিয়ন ব্যবহারকারী এখন থেকে তাদের ফোন হতে সহজেই ইয়াহু’কে সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করতে সক্ষম হবে। মূলত নিজেদের ব্যবসায়িক অগ্রযাত্রা নিশ্চিত করতে ইয়াহু সম্প্রতি ভার্জিন মোবাইলের সাথে চুক্তি সম্পাদন করে। একই সাথে সাম্প্রতিক সময়ে ইয়াহু’র শেয়ারের মূল্য কমে যাবার কারণে ব্যবসায়িক মন্দাবস্থায় থাকলেও বর্তমানে ইয়াহু ক্রয়ে ৩০ বিলিয়নের বিনিময়ে বিশ্বখ্যাত এওএল-এর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আগ্রহ প্রকাশ করার প্রেক্ষিতে হঠাৎ করে ইয়াহু’র শেয়ার বেড়ে যায়। যদিও ইয়াহু কর্তৃপক্ষ তাদের এই বিক্রি হয়ে যাবার বিষয়টিকে সাময়িকভাবে গুজব হিসেবে অভিহিত করার চেষ্টা করছে। তবে বর্তমানে ভার্জিন মোবাইলের সাথে চুক্তি এবং এওএল-এর সাবেক প্রধান নির্বাহী’র ইয়াহু ক্রয়ে আগ্রহের পরিপ্রেক্ষিতে সুবিধাজনক অবস্থানে রয়েছে ইয়াহু’র শেয়ারসমূহ।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক