www.banglamart.com নামে বাংলাদেশের ব্যবসা সংক্রান্ত পোর্টাল উদ্বোধন করা হয়েছে সম্প্রতি। যে কোন দেশীয় কোম্পানি www.banglamart.com এ পণ্য ও সেবার সচিত্র তথ্য প্রকাশ বিনামূল্যে করতে পারবে। বাংলাদেশের পণ্যের বিদেশের বাজার তৈরি এবং দেশীয় কোম্পানিগুলোকে বিদেশে প্রচারে www.banglamart.com গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। বাংলাদেশের যেকোন প্রতিষ্ঠান এই পোর্টালে বিনা মূল্যে তাদের প্রোফাইল, পণ্য ও সেবার বিবরণী প্রকাশ করতে পারবে।



