চেয়ারটির ছবি দেখে আপনার নিশ্চয়ই মনে হচ্ছে ভবিষ্যতের উচ্চপ্রযুক্তি সম্পন্ন কোন ডেন্টিস্ট চেয়ার, যার মধ্যে অটোমেটিক দাঁতের সকল সমস্যা সমাধানের ব্যবস্থা রয়েছে আর সাথে ডেন্টাল সার্জারির সবরকম ব্যবস্থা। আসল খবর হল আপনার গেমস খেলার উত্তেজনা বাড়াতে এটি একটি বায়োনিক চেয়ার। এই চেয়ারে বসে যে কোন থ্রিডি গেমস খেলার উত্তেজনা বাস্তবে নিয়ে যাওয়া সম্ভব। এই চেয়ারে মানবদেহের অর্গানোমিকস এবং বায়োমেকানিক্স এর সাথে পিসিই অপারেটাস দিয়ে সংযুক্ত, যার ফলে সাধারণ প্রাকৃতিক সব অনুভূতি এ চেয়ারে বসে পাওয়া সম্ভব। এই চেয়ারটি বাসায় নিয়ে গেলে প্রথম প্রথম হয়ত ডেন্টিস্ট এর চেম্বার বলে মনে হবে। কিন্তু এই চেয়ার থেকে যে বিনোদন আপনি উপভোগ করতে পারবেন তার অভিজ্ঞতা অসাধারণ। এই চেয়ারের সাথে রয়েছে ৪টি সারাউন্ড সিস্টেম স্পিকার যার প্রতিটি ১০০ ওয়াট পাওয়ার সম্পন্ন, ২১ ইঞ্চি ডুয়েল ফ্ল্যাট স্ক্রিন সাথে রয়েছে ভাইব্রেশন আইসোলেশন সিস্টেম ও প্যানারোমিক ভিউইং, অর্গানোমিক মেমোরি ফোম সাথে জেল সেল সংযুক্ত, পা ও পায়ের তালুতে রেস্ট সাপোর্ট এবং ব্লাড সার্কুলেশন স্বাভাবিক রাখার ব্যবস্থা সহ আরো অনেক ফিচার। আর এই চেয়ারে বসে যেকোন ছবির থ্রিডি ভিউ পাওয়া যাবে সব এঙ্গেল থেকে। আমেরিকায় এই চেয়ারটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬,০০০ ডলার।