সাম্পন্সতিক সময়ে মহাকাশ গবেষণায় ভারত অনেকদূর এগিয়ে গিয়েছে এরই ফলশন্সুতিতে মাত্র কিছুদিন আগে তারা চাঁদে মানব বিহীন নভোযান সফলভাবে প্রেরণ করতে সক্ষম হয়েছে এবার ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (এনআরএসসি), যারা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর অন্তর্গত একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে এ সিদ্ধান্ত অনুযায়ী তারা পাবলিক পোর্টালে ইমেজ এবং অন্যান্য ডাটা যা সেদেশের স্যাটেলাইটের মাধ্যমে ধারণ করা হয়েছে তা প্রকাশ করে এই ডাটা সমূহের অধিকাংশই পোর্টালের ভেতর একত্রিত অবস্খায় রাখা হবে অর্থাৎ ইন্ডিয়ান ডিপার্টমেন্ট অফ স্পেসের বিভিন্ন প্রজেক্ট থেকে নেয়া হবে এনআরএসসি’র বর্তমান ডেপুটি ডিরেক্টর এ এস মানজুনাথ সম্পন্সতি এ কথা জানিয়েছেন যদিও প্রাথমিকভাবে স্পেশালাইজড প্রফেশনালদের জন্য উপযোগী ডাটা আপলোড করা হবে তথাপি ক্রমান্নয়ে তা সাধারণ ইউজারদের বোঝার মত করে উপস্খাপন করা হবে এই পোর্টালটি পরবর্তী ৬ মাসের জন্য টন্সায়াল আকারে অবমুক্ত করা হবে তবে জনসাধারণের জন্য ডিফেন্সের স্পর্শকাতর এবং অন্যান্য নিরাপত্তা বিষয়ক ইনস্টলেশন উন্মুক্ত করা হবে না এদিকে গুগল আর্থ ম্যাপিং এপ্লিকেশনকে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে ভর্ৎসনা করা হয়েছে, সেখানে বলা হয়েছে বিভিন্ন দেশের বিস্তারিত ম্যাপ থাকার কারণে সন্ত্রাসীরা একে খারাপ কাজে ব্যবহার করছে তবে এনআরএসসি কতটুক পরিমাণ ডাটা উপস্খাপন করবে সেটা তাদের জন্য হুমকির সম্মুখীন হবে না তার রেঞ্জ এখনও ঠিক করেনি তবে লো-রেজ্যুলেশন স্যাটেলাইট ফটো সম্পর্কে তাদের কোন দ্বিধা নেই নতুন পোর্টালটিতে ইন্ডিয়ান স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য যেমন পপুলেশন ফিগার এবং অন্যান্য সরকারি এজেন্সী থেকে প্রাপ্ত ডাটার সাথে রিমোট সেন্সিং ডাটা একত্রিত করা হবে এবং সুনির্দিষ্টভাবে তুলে ধরা হবে এনআরএসসি আশা করছে নতুন রিসার্চ এন্ড এপ্লিকেশন এরিয়া যেমন জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমস, কৃষি, আবহাওয়া, রিসোর্স ম্যানেজমেন্ট এবং গ্রামীণ উন্নয়ন ইত্যাদির জন্য জনগন তাদের পোর্টালটি ব্যবহার করবে

সৌজন্যে : মাসিক ই-বিজ